Dev-Subhasree: দীর্ঘ অপেক্ষার অবসান, বড়পর্দায় মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত সিনেমা 'ধূমকেতু'
Dhumketu Release: অবশেষে যাবতীয় জট কাটিয়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। আজ দেব-এর প্রযোজনা সংস্থার পেজ থেকে 'ধূমকেতু'-র নতুন পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয়েছে ছবির মুক্তির দিন।

কলকাতা: অবশেষে অপেক্ষায় অবসান। অপেক্ষার বয়স ও নেহাৎ কম নয়। ১০ বছর। জল্পনা ছিল দীর্ঘদিন থেকেই, সেই জল্পনায় এবার সিলমোহর পড়ল। বড়পর্দায় মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত ছবি 'ধূমকেতু'। বড়পর্দায় এখনও পর্যন্ত দেব ও শুভশ্রী জুটির শেষ ছবি 'ধূমকেতু'। এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছিল দীর্ঘদিন আগেই। তবে বিভিন্ন জটের কারণে ছবিটি মুক্তি পায়নি। অবশেষে যাবতীয় জট কাটিয়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। আজ দেব-এর প্রযোজনা সংস্থার পেজ থেকে 'ধূমকেতু'-র নতুন পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয়েছে ছবির মুক্তির দিন।
জানা যাচ্ছে, চলতি বছরের ১৪ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় 'ধূমকেতু' -র একটি পোস্টার ও শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, ফায়ারপ্লেসের সামনে বসে রয়েছেন এক বৃদ্ধ পিছন দিক থেকে তোলা এই ছবি। এই সিনেমায় দেব-কে দেখা যাবে একটি বৃদ্ধের লুকে। প্রস্থেটিক মেকআপে দেব-এর সেই লুক প্রকাশ্যেও এসেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ওই পর্যন্তই। ওই একটি ছবি ছাড়া দেব -এর লুকের কোনও ঝলক দেখা যায়নি। আজ প্রকাশ পেল দেব-এর লুকের নতুন ঝলক। বৃদ্ধের বেশে।
এই ছবির প্রযোজক রানা সরকার। আর তাঁরই প্রযোজনায় মুক্তি পেল নতুন ছবি, 'অঙ্ক কী কঠিন'। আর সেই নতুন ছবি মুক্তির দিনই নতুন ছবির ঘোষণা করা হল। এবিপি লাইভ বাংলাকে রানা সরকার বললেন, 'এই ছবিটা ১০ বছর আগে শ্যুটিং করা হলেও আমরা নতুনের মতো করেই এই ছবিটার প্রচার পাব। বর্তমানে তো কমার্শিয়াল ছবি আবার ফিরে আসছে। দর্শক ভালবাসছেন। 'ধূমকেতু' আদ্যপান্ত কমার্শিয়াল একটা ছবি। এই ছবির এক্স ফ্যাক্টর অনেকগুলো। প্রথমত তো দেব শুভশ্রী জুটির প্রত্যাবর্তন। দ্বিতীয়ত, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে এমন একটা জুটির প্রত্যাবর্তন। আমাদের এই ছবি মুক্তির জল্পনা চলছিল অনেকদিন থেকেই। অবশেষে আজ মুক্তির দিন ঘোষণা করা হল। এই ছবিটা সাফল্য পাবে বলেই আমাদের আশা। দর্শক অনেকদিন থেকেই এই ছবিটার প্রত্যাশায় ছিলেন। এবার দর্শক এটা বড়পর্দায় দেখতে পাবেন।' এই ছবির প্রচারে কি একসঙ্গে দেখা যাবে দেব শুভশ্রীকে? উত্তরে রানা বললেন, 'অবশ্যই দেব আর শুভশ্রী এই ছবির প্রচার করবে। তবে আপাতত আমরা 'অঙ্ক কি কঠিন' নিয়ে একটু ব্যস্ত। দেব আর শুভশ্রী নিজেদের মতো করে এই ছবিটাকে ভীষণ সাহায্য করেছে। 'ধূমকেতু' মুক্তির তো এখনও ২ মাস সময় রয়েছে। আমরা সেই মতো পরিকল্পনা করব।'
View this post on Instagram






















