Dev Movie Update: ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'টনিক', সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা দেবের
Dev Movie Update: বড়দিনের ছুটিতে আসছে 'ছোট বড় সবার' টনিক। পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের ছবি দেওয়া পোস্টার শেয়ার করে দেব লেখেন, 'আমাদের সকলের ইচ্ছাপূরণের বন্ধু "টনিক" আসছে আগামী ২৪শে ডিসেম্বর।'
কলকাতা: আগেই ঘোষণা করা হয়েছিল শীতে মুক্তি পাবে ছবি। এবার তারিখও ঘোষণা হয়ে গেল। সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আগামী ছবি 'টনিক'-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেতা দেব। বড়পর্দায় আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া অভিনীত 'টনিক'। এই ছবিতে তনুশ্রী চক্রবর্তী এবং কনীনিকা বন্দোপাধ্যায়ও অভিনয় করেছেন।
View this post on Instagram
বড়দিনের ছুটিতে আসছে 'ছোট বড় সবার' টনিক। পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের ছবি দেওয়া পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'আমাদের সকলের ইচ্ছাপূরণের বন্ধু, আমাদের ভালো থাকার ও ভালো রাখার "টনিক" আসছে আগামী ২৪শে ডিসেম্বর।' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।
বেশ কিছুদিন ধরেই আইসল্যান্ড থেকে ঘুরতে যাওয়ার একাধিক ছবি পোস্ট করে চলেছেন দেব। সঙ্গে ছিলেন রুক্মিণী। দেব ও রুক্মিণী, দুই জনের সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে আইসল্যান্ডের নয়নাভিরাম ছবি। সেখান থেকেই দুই অভিনেতা অনুরাগীদের উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা পাঠান। কালীপুজোর পুণ্যতিথিতেই মুক্তি পেয়েছিল দেবের অপর ছবির প্রথম লুক। আসছে তারকার নতুন ছবি 'রঘু ডাকাত'। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বয়ং দেবকে। 'গোলন্দাজ' ছবির পর ফের একবার ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করবেন দেব। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।