Devi Chaudhurani: শ্যুটিং শেষ, 'দেবী চৌধুরানী' -র মিউজ়িকে চমক বিক্রম, তিমির, ইমন, সোমলতারা
Devi Chaudhurani News Update: সদ্য শুভ্রজিৎ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে রেকর্ডিংয়ে ব্যস্ত সবাই
কলকাতা: এই ছবির প্রস্তুতি চলছে দীর্ঘদিন ধরেই। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। আর এবার, পরিচালক হাত দিয়েছেন ছবির মিউজ়িকের কাজে। শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) নতুন ছবি 'দেবী চৌধুরানী' (Devi Chaudhurani)-তে মিউজ়িক পরিচালনা করছেন বিক্রম ঘোষ (Bickram Ghosh)। গান গাইছেন, উজ্জয়িনী মুখোপাধ্যায় (Ujjaini Mukherjee), ও তিমির বিশ্বাস (Timir Biswas)। এছাড়াও এই ছবিতে শোনা যাবে, ইমন চক্রবর্তী (Iman Chakraborty), সাহেব চট্টোপাধ্যায় (Shaheb Chattopadhyay), দুর্নিবার সাহা (Durnibar Saha), সোমলতা আচার্য্য চৌধুরী (Somlata Acharya Chowdhury) ও অন্যান্যরা।
সদ্য শুভ্রজিৎ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে রেকর্ডিংয়ে ব্যস্ত সবাই। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakrobarty)-কে। অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakrabarty) দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। বিবৃতি চট্টোপাধ্যায়কে (Bibriti Chatterjee) দেখা যাবে নিশির ভূমিকায়। দর্শনা বণিক (Darshana Banik) অভিনয় করবেন সাগরের চরিত্রে। কিঞ্জল নন্দকে (Kinjal Nanda) দেখা যাবে ব্রজেশ্বরের ভূমিকায়। অপর্ণা দাসগুপ্তের সংস্থা ADited Motion Pictures and LOK Arts Collective-এর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।
শুভ্রজিৎ চিরকালই বলে এসেছেন এই ছবি তাঁর স্বপ্নের। আর তাই, যথেষ্ট যত্ন নিয়েই ছবিতি তৈরি করছেন তিনি। এই ছবিতে দেখা যাবে অ্যালেক্স ও নেল (Alexx O'Nell) ও কার্ল এ হার্ট (Carl A. Harte)-কে। অ্যালেক্সকে দেখা যাবে মনরো (Moonroe)-র ভূমিকায় ও কার্ল এ হার্টকে দেখা যাবে ওয়ারেন হেস্টিংসের (Warren Hastings) ভূমিকায়। এই ছবির শ্যুটিং হয়েছে পুরুলিয়া ও বোলপুরে। শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। আর এবার চলছে ডাবিং ও মিউজ়িক রেকর্ডিংয়ের কাজ। এই ছবি। এখনও প্রকাশ্যে আসেনি ছবির মুক্তির তারিখ।
View this post on Instagram
আরও পড়ুন: Kangana Ranaut: সঙ্গে আনতে হবে আধার কার্ড! ফের বিতর্কে কঙ্গনা, কটাক্ষ ধেয়ে এল বিপক্ষ শিবির থেকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।