এক্সপ্লোর
Advertisement
‘গেন্দা ফুল’ গানে নাচের ছন্দে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন দেবলীনা
বার র্যাপার বাদশার 'গেন্দা ফুল' গানের তালে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বঙ্গ তনয়া দেবলীনা কুমার। করোনা মোকাবিলায় লকডাউনের সময় গৃহবন্দি অনুরাগীদের মন ‘গেন্দা ফুল’ গানে ডান্স স্টেপে কেড়ে নিলেন টলিউড অভিনেত্রী দেবলীনা।
কলকাতা: এবার র্যাপার বাদশার 'গেন্দা ফুল' গানের তালে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বঙ্গ তনয়া দেবলীনা কুমার। করোনা মোকাবিলায় লকডাউনের সময় গৃহবন্দি অনুরাগীদের মন ‘গেন্দা ফুল’ গানে ডান্স স্টেপে কেড়ে নিলেন টলিউড অভিনেত্রী দেবলীনা। বাদশার ‘গেন্দা ফুল’ গান নিয়ে বিতর্ক কম হয়নি। এই গানের রচয়িতা বাংলার বিস্মৃতপ্রায় লোকশিল্পী রতন কাহার। তাঁর গান তাঁকে কোনওরকম কৃতিত্ব না দিয়ে গাওয়ায় বাদশার সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। এর পরিপ্রেক্ষিতে বাদশা জানিয়েছিলেন যে, এই গানের রচয়িতা কে, তা তিনি জানতে পারেননি। তাই ধরে নিয়েছিলেন, এটি প্রচলিত লোকসঙ্গীত। কিন্তু প্রকৃত শিল্পীর খোঁজ পাওয়ার পর তিনি তাঁকে আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেন। সেইসঙ্গে গানের ঋণও স্বীকার করেন তিনি।
বিতর্ক যাই হোক, ইউটিউবে প্রকাশ পেতেই গানটি বিপুল জনপ্রিয়তা পায়। এর আগে মনামি, রিয়ার মতো টলিউড অভিনেত্রী এই গানের তালে নেচে জমিয়ে দিয়েছেন। এবার দেবলীনাও তাঁর ডান্স স্টেপে অনুরাগীদের মুগ্ধ করেছেন।
ডান্সের ভিডিও শেয়ার করে দেবলীনা লিখেছেন, যদিও আমি বিশ্বাস করি যে, প্রকৃত গানের জন্য কৃতিত্ব রতন কাহারকেই দিতে হবে। এই গানে জ্যাকলিনকে দারুণ লেগেছে।
এই গানের কোরিওগ্রাফি তাঁর খুব ভালো লেগেছে বলেও জানিয়েছেন তিনি।
লকডাউনের সময় দেবলীনা তাঁর অনুরাগীদের কর্তৃপক্ষের জারি করা বিধি নিয়ম মেনে চলার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু করোনার কোনও নির্দিষ্ট চিকিত্সা নেই। সেজন্য সেল্ফ আইসোলেশনের গুরুত্ব বোঝার দরকার রয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement