Dhanush Aishwarya Rajini: ভাঙা সম্পর্ক জুড়ছে ধুনশ-ঐশ্বর্যের? সাম্প্রতিক পোস্টে জল্পনা
Dhanush Aishwarya Rajini: স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা ধনুশের । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ১৭ জানুয়ারি রাতে ধনুশ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য বিবাহিত সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানান।
নয়াদিল্লি: ভাঙা সম্পর্ক কি আবার জোড়া লাগতে চলেছে? সদ্য আলাদা হওয়া ধনুশ (Dhanush) ও রজনীকান্ত কন্যা ঐশ্বর্য (Aishwaryaa R Dhanush) কি ফের একত্রিত হতে চলেছেন? ঐশ্বর্যের সাম্প্রতিক পোস্টে এমনই ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা। গতকাল, ৫ মার্চ পরিচালক সেলভারাঘবনের (Selvaraghavan) জন্মদিন ছিল। যিনি অভিনেতা ও তাঁর প্রাক্তন স্বামী ধনুশের দাদা।
জানুয়ারি মাসেই ধনুশ ও ঐশ্বর্য নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। অথচ শনিবার সেলভারাঘবনকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করলেন ঐশ্বর্য। পরিচালককে জড়িয়ে ধরে একটি ছবি শেয়ার করে ঐশ্বর্য লিখেছেন যে সেলভারাঘবন তাঁর জীবনে অনেক ভূমিকা পালন করেছেন। 'শুভ জন্মদিন আমার গুরু, বন্ধু, বাবার মতো ব্যক্তিত্ব...', ঐশ্বর্য ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটির ক্যাপশনে লেখেন।
সেই স্টোরি সেলভারাঘবন নিজের সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেছেন। ঐশ্বর্যকে তিনি নিজের মেয়ের মতোই স্নেহ করেন। লিখেছেন, 'অনেক ধন্যবাদ আমার কন্যা।'
আরও পড়ুন: Janhvi Kapoor Birthday: 'আজীবন এমন সাধারণ থেকো', জাহ্নবীর জন্মদিনে আবেগঘন বাবা বনি কপূর
স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা ধনুশ । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ১৭ জানুয়ারি রাতে ধনুশ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য বিবাহিত সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানান। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। একদিনের সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামীদিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।' সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করার পরই ঝড় ওঠে অনুরাগীদের মধ্যে।