এক্সপ্লোর
রজনীকান্তর রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে মুখে কুলুপ জামাই ধনুষের
মুম্বই: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চরমে। গতমাসেই রাজনীতির ময়দানে পা রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছিল তাঁর একটি মন্তব্য। তিনি বলেছিলেন, তাঁর কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই। কিন্তু উপরওয়ালার মর্জি হলে তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন।
কিন্তু এই জল্পনা নিয়ে মুখে কুলুপ রজনীকান্তর জামাই ধনুষের। মুম্বইয়ে তাঁর আগামী তামিল সিনেমা ‘ভিআইপি ২’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রজনীর রাজনীতিতে যোগদান সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন তিনি। বললেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তো রাজনীতির কোনও কথা নেই।
এরপরও তাঁকে প্রশ্ন করা হয়, অভিনেতা-অভিনেত্রীদের কি রাজনীতিতে আসা উচিত। উত্তরে ধনুষ বলেছেন, ‘তাঁদের রাজনীতিতে কেন যোগ দেওয়া উচিত নয় বলে আপনারা মনে করেন? কাজেই এ ব্যাপারে আমার নিজস্ব মতামত রয়েছে, আপনাদেরও নিজেদের অভিমত রয়েছে’।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন রজনী-কন্যা সৌন্দর্য্যাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement