Dharmendra: ধর্মেন্দ্রর বাড়ির সামনে রোজ ভিড়, ছবি তোলার চেষ্টা! পরিস্থিতি দেখে ফুঁসে উঠলেন পুত্র সানি
Dharmendra News Update: ধর্মেন্দ্র বাড়িতে আসার পর থেকেই নিয়মিত ভিড় জমছে তাঁর বাড়ির সামনে। কখনও সাধারণ মানুষ, কখনও আবার পাপারাৎজিরা.. সবসময়েই যেন ধর্মেন্দ্রর বাড়ির সামনে ক্যামেরা তাক করা

কলকাতা: ধর্মেন্দ্র (Dharmendra)-র শারীরিক অসুস্থতা নিয়ে, এর আগে একাধিক ভুয়ো খবর রটেছে। শুধু তাই নয়, এ ও প্রচার হয়ে গিয়েছিল যে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। প্রত্যেকবারই এই পরিস্থিতি তৈরি হতে, সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন ধর্মেন্দ্রর পরিবার। কখনও স্ত্রী, কখনও ছেলে মেয়ে, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় কখনও উষ্মা প্রকাশ করেছেন, কখনও আবার আবেদন করেছেন সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তবে এবার, বাড়ির সামনে মানুষের ভিড় দেখে বিরক্তি প্রকাশ করলেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল।
ধর্মেন্দ্র বাড়িতে আসার পর থেকেই নিয়মিত ভিড় জমছে তাঁর বাড়ির সামনে। কখনও সাধারণ মানুষ, কখনও আবার পাপারাৎজিরা.. সবসময়েই যেন ধর্মেন্দ্রর বাড়ির সামনে ক্যামেরা তাক করা। ধর্মেন্দ্র বাড়ি ফেরার পরেই এক ভক্তের ভিডিও ভাইরাল হয়। ধর্মেন্দ্রর সুস্থতা কামনা করে, তাঁর ছবি নিয়ে বাড়ির সামনে কাঁদতে দেখা যায় ওই অনুরাগীকে। শুধু তিনিই নন, পাশাপাশি বহু অনুরাগীরা নিয়মিতভাবে ভিড় জমাচ্ছেন ধর্মেন্দ্রর বাড়ির সামনে। প্রত্যেকেই চান, বর্ষীয়ান অভিনেতাকে এক ঝলক দেখতে। তবে এদিন, অনুরাগী ও পাপারাৎজিদের এই ব্যবহারে চটলেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল।
এদিন বাড়ি থেকে বেরিয়ে আসেন সানি দেওল। পাপারাৎজি ও অনুরাগীদের সমানে হাত জোড় করে তিনি বলেন, 'আপনাদের বাড়িতেও তো বাবা মা রয়েছেন। আপনাদের ও তো সন্তান রয়েছে। লজ্জা করে না আপনাদের?' প্রসঙ্গত, ধর্মেন্দ্রর পরিবার আপাতত খুব মানসিক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হেমা মালিনী আগেই জানিয়েছেন, ধর্মেন্দ্র যে সময়ে হাসপাতালে ছিলেন, সেই সময়ে তাঁর সন্তানেরা নির্ঘুম রাত কাটিয়েছেন। অনেক দায়িত্ব নিতে হয়েছে হেমা মালিনীকেও। তবে এখন বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র, এখানেই তাঁর চিকিৎসা চলবে। জানা যাচ্ছে, চিকিৎসকেরা জানিয়েছেন, ধর্মেন্দ্রর সংক্রমণের ভয় রয়েছে। সেই কারণে তাঁকে সবসময় সবার সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না।
অন্যদিকে, ধর্মেন্দ্র বাড়ি ফেরার পরেই, নিজে গাড়ি চালিয়ে বন্ধু, সহকর্মীকে দেখতে গেলেন অমিতাভ। এদিন বুজ জ্যাকেট পরেছিলেন এবং ক্যাপ পরেছিলেন অমিতাভ। তাঁর নিজেরও শরীর ভাল নয়। সেই কারণেই, হাসপাতালে দেখতে যাননি অমিতাভ। হাসপাতালে সংক্রমণ হওয়ার ভয় থাকে। সেই কারণেই তিনি হাসপাতালে যাননি। ধর্মেন্দ্র বাড়ি ফেরার পরেই তাঁর সঙ্গে দেখা করতে যান অমিতাভ। এর আগে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে থাকাকালীন, তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান ও গোবিন্দ।























