Dhrubo Banerjee Exclusive: 'গালে আবিরের দুটো দাগ নয়, ছোটবেলার দোল ছিল পাগলামির'
Dhrubo Banerjee Exclusive: যৌথ পরিবারে বেড়ে উঠেছেন ধ্রুব। কেমন করে কাটত পরিচালকের ছোটবেলার রঙের উৎসব? ধ্রুব বলছেন, 'ছোটবেলার দোল মানে পাগলামির দোল।'
কলকাতা: বড়পর্দায় তিনি গুপ্তধনের রহস্য উদঘাটন করে মন জয় করেছেন আগেই। কাজ করে ফেলেছেন টলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গেও। আর এবার ওয়েব সিরিজে পা রাখছেন দুই দুঁদে অভিনেতার হাত ধরে। কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য্য। নতুন সিরিজ 'টিকটিকি' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিচালককে পাওয়া গেল হালকা মেজাজে। ছবি পরিচালনার পাশাপাশি, ছোটবেলার দোলের রঙিন স্মৃতিও এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন 'টিকটিকি'-র পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)।
যৌথ পরিবারে বেড়ে উঠেছেন ধ্রুব। কেমন করে কাটত পরিচালকের ছোটবেলার রঙের উৎসব? ধ্রুব বলছেন, 'ছোটবেলার দোল মানে পাগলামির দোল। এই পাড়া ওই পাড়া দল বেঁধে ঘুরে ঘুরে দোল খেলতাম আমরা। ২ দিন আগে থেকে শুরু হয়ে যেত দোল খেলার প্রস্তুতি। সেসময় আমাদের সবার পিতলের পিচকিরি ছিল, সেটা দিয়ে রঙ খেলতাম। একদিন আগে থেকে বেলুনে রঙ ভরা শুরু হত। তখন আবির বুঝতাম না। এত মেপে দোল খেলতাম না। কোথা থেকে বাঁদুরে রঙ কেনা হবে সেই পরিকল্পনা করা হত। জামা ছিঁড়ে দোল খেলা হত। সেটা ছিল একটা সম্পূর্ণ অন্যরকম দোল খেলা।'
আরও পড়ুন: দ্বিতীয় দিনেও 'দ্য কাশ্মীর ফাইলস' রেকর্ড বক্স অফিস কালেকশন
তারপর পরিচিতি বেড়েছে, খ্যাতি ঘিরেছে পরিচালককে। তার সঙ্গে কতটা বদলে গিয়েছে তাঁর জীবনে দোলের রঙ? ধ্রুব বলছেন, 'এখনকার দোল খেলা ভীষণ পরিশীলিত। ছোটবেলায় আবির বুঝতামই না। এখন সেই আবির দিয়েই দুটো দাগ এখানে, চারটে দাগ ওখানে। একটু দেখে.. কালকে শ্যুটিং আছে। এখন দোল খেলাটা খুব ছিমছাম। ফেসবুক, ইনস্টাগ্রামের দোল খেলার দিকেই মানুষ বেশি ঝুঁকেছেন। কোথায় কতটা রঙ লাগালে দেখতে ভালো লাগবে। আমরা ঠিক ওইভাবে দোল খেলে অভ্যস্ত নই তো। এখনকার দোলের সঙ্গে তাই ছোটবেলার সেই পাগলামির দোলের সময়কে আমি মেলাতে পারি না।'