![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ranbir Kapoor: রাগে অনুরাগীর ফোন ছুঁড়ে ফেলে দিলেন রণবীর?
Bollywood Celebrity Updates: ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হল তাঁকে। কী ঘটেছিল? কেন অনুরাগীর ফোন এভাবে ছুঁড়ে ফেলে দিলেন অভিনেতা?
![Ranbir Kapoor: রাগে অনুরাগীর ফোন ছুঁড়ে ফেলে দিলেন রণবীর? Did Ranbir Kapoor Throw Fan's Phone Out Of Anger? Here's The Truth, know in details Ranbir Kapoor: রাগে অনুরাগীর ফোন ছুঁড়ে ফেলে দিলেন রণবীর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/675daf974c12c87cccf821f7cbfe12201671092903366280_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: একাধিক ছবির কাজ রয়েছে রণবীর কপূরের (Ranbir Kapoor)। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'অ্যানিমল' (Animal), 'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhooti Main Makkar) ও আরও বেশ কিছু ছবিতে। তাই কেরিয়ার নিয়ে এই মুহূর্তে বেশ ব্যস্তই রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উচ্ছ্বসিত অনুরাগীর ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছেন তিনি। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হল তাঁকে। কী ঘটেছিল? কেন অনুরাগীর ফোন এভাবে ছুঁড়ে ফেলে দিলেন অভিনেতা?
সত্যিই কি অনুরাগীর ফোন ফেলে দিলেন রণবীর কপূর?
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কপূর। পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবনে তিনি আড়ালেই থাকতে পছন্দ করেন। তাই তো সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনও অ্যাকাউন্ট নেই। তাঁর পরিবারের প্রায় সকলেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলেও রণবীর কপূরের নিজস্ব কোনও অ্যাকাউন্ট নেই। ফলে, তাঁর রোজকার জীবন বা তাঁর সম্পর্কে সাধারণ মানুষ জানতেও পারেন কম। তাই তাঁর সম্পর্কে জানার আগ্রহও বেশি থাকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে সেলফি তুলছিলেন এক অনুরাগী। কিন্তু বেশ কয়েকটি সেলফি তোলার পরই আচমকা রেগে গেলেন অভিনেতা। আর অনুরাগীর ফোন আচমকা ছুঁড়ে ফেলে দিলেন তিনি। ভিডিও ভাইরাল হতেই কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'এত রেগে যাওয়ার কী আছে? মাত্র কয়েকটা ছবিই তো তুলেছে ওই ব্যক্তি।' আবার কেউ কমেন্ট করেছেন যে, 'এ তো বাস্তব জীবনেও বড়ই অহংকারী।'
আরও পড়ুন - Viral Video: 'পাঠান' দেখাতে বিশেষ ক্ষমতা সম্পন্ন বন্ধুকে কাঁধে করে নিয়ে এলেন যুবক, ভিডিও ভাইরাল
আসলে এই ঘটনা একেবারেই সাজানো। জনপ্রিয় মোবাইল ফোন কোম্পানি ওপো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ভিডিও শেয়ার করে আসল ঘটনা জানিয়েছে। ভি়ডিওটি আসলে ওই মোবাইল ফোন কোম্পানির প্রচারের জন্য। ওই যুবকের ফোন ফেলে দেওয়ার পরই অভিনেতাকে দেখা যায় তাঁকে একটি নতুন ফোন উপহার দিতে। আর তার মুখে হাসি ফিরে আসে। শুধু তাই নয়। এরপর রণবীরকেই ওই যুবকের সঙ্গে সেলফি নিতে দেখা যায়। গোটা ঘটনা জানার পর কেউ কমেন্টে লিখেছেন যে, 'অত্যন্ত খারাপ প্রচার পদ্ধতি।' আবার কেউ লিখেছেন, 'এবাবে কোনও জিনিসের প্রচার করা ঠিক নয়।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)