‘সাহো’-তে শ্রদ্ধার পারিশ্রমিক ৭ কোটি? সূত্র বলছে ‘গুজব’
৭ কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার বিষয়টি স্রেফ ‘পিআর স্টান্ট’!
মুম্বই: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। ৩০ অগস্ট হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লম- এই চার ভাষায় মুক্তি পাবে ‘সাহো’। তার আগে দেশব্যাপী ছবির প্রচারে নেমেছেন ছবির দুই কুশীলব প্রভাস ও শ্রদ্ধা কপূর। শোনা যাচ্ছে এই ছবির জন্য নাকি ১০০ কোটি টাকা পারিশ্রামিক নিয়েছেন ‘বাহুবলী’ অভিনেতা। ৩৫০ কোটি বাজেটের এই ছবিতে নায়িকার পারিশ্রমিক শুনেও অনেকের চোখ কপালে উঠছে। ‘গুঞ্জন’, শ্রদ্ধা কপূর এই ছবির জন্য ৭ কোটি টাকা নিয়েছেন। যদিও দেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যম দাবি করেছে, ৭ কোটি নয়, এই ছবির জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়েছে শ্রদ্ধাকে। ওই সংবাদ মাধ্যমের দাবি ৭ কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার বিষয়টি স্রেফ ‘পিআর স্টান্ট’। বলিউডে নিজের কদর বাড়াতেই পারিশ্রমিক বাড়িয়ে বলছেন ‘আশিকি টু’ নায়িকা।
পরিচালক সুজিত ‘সাহো’-র জন্য প্রথমে বেছে নিয়েছিলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। তিনি এই ছবির জন্য ৫ কোটি টাকা চেয়েছিলেন বলেই খবর। তবে ছবি নির্মাতারা ক্যাটরিনাকে ৫ কোটি টাকা পারিশ্রমিক দিতে সম্মত না হওয়ায় তিনি এই ছবি বাতিল করেন। পরিবর্ত হিসেবে প্রভাসের বিপরীতে শ্রদ্ধাকে বেছে নেন পরিচালক।
সূত্রের খবর, “শ্রদ্ধার পারিশ্রমিক নিয়ে যে চর্চা চলছে তা ইচ্ছাকৃত ঘটানো হচ্ছে। টলিউডে শ্রদ্ধা এত টাকা নিয়ে কাজ করেছেন, এটা দেখিয়েই বলিউডে নিজের পারিশ্রমিক বাড়াতে চাইছেন তিনি। এটা প্রচার ছাড়া আর কিছুই নয়।” ওই সূত্র আরও জানায়, “বলিউডের তুলনায় তেলুগু ছবিতে অনেক কম টাকায় নায়িকাদের কাজ দেওয়া হয়। মুম্বইতে তাঁরা যে টাকা দাবি করেন, তার থেকে অনেক কম টাকায় দক্ষিণী ছবিতে কাজ করেন। তাই এই ধরনের গুজব রটিয়ে দেওয়া দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির জন্য একেবারেই ভাল হবে না।”