এক্সপ্লোর
'এখন তো তোমার ফোনও আসবে না' স্মৃতিতে ডুব 'দিল বেচারা'র পরিচালকের
মুকেশের স্বপ্ন ছিল পরিচালনায় আসা। বন্ধু সুশান্ত তখন কথা দিয়েছিলেন, মুকেশের প্রথম ছবির নায়ক হবেন তিনি। কথা দিয়ে, রেখেছেন সুশান্ত।

সুশান্ত নেই। পর্দাজুড়ে থাকবে তাঁর তরতাজা উপস্থিতি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে পরিচালক মুকেশ ছাবরার ছবি 'দিল বেচারা'। মুকেশ, সুশান্তের খুবই কাছের বন্ধু। জীবনের প্রথম ছবি মুক্তির আগেই যে এমন ধাক্কা আসবে, ভাবেননি পরিচালক। প্রথম করোনার ধাক্কায় আটকে যায় ছবির মুক্তি,তারপর ছবির নায়কের অকাল মৃত্যু। সুশান্তের মৃত্যুর পর পেরিয়ে গেল একটা মাস। ইনস্টাগ্রামে দিল বেচারার শ্যুটিংয়ের বেশকিছু ছবি পোস্ট করেন মুকেশ। লিখেছেন, 'আমি জানি, তুমি আমায় দেখছ'।
সুশান্তের প্রথম ছবি কাই পো ছে'র কাস্টিং ডিরেক্টর ছিলেন মুকেশ। কিন্তু মুকেশের স্বপ্ন ছিল পরিচালনায় আসা। বন্ধু সুশান্ত তখন কথা দিয়েছিলেন, মুকেশের প্রথম ছবির নায়ক হবেন তিনি। কথা দিয়ে, রেখেছেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর এক মাস পূর্ণ হল ১৪ জুলাই। এদিন মুকেশ ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, এক মাস হয়ে গেল। এখন তো তোমার ফোনও আর আসবে না।
আগামী ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'দিল বেচারা'। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















