এক্সপ্লোর
Advertisement
দিল বেচারা: এ আর রহমানের সুরে সুশান্তের প্রাণোচ্ছল নাচ! মুক্তি পেল টাইটেল ট্যাক
মুক্তি পেল সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক। মিউজিক ভিডিও দেখে ফের একবার আবেগপ্রবণ অনুরাগীরা।
মুম্বই: কখনও মঞ্চ মাতাচ্ছেন রোবট স্টেপে, আবার কখনও বন্ধুদের হাত ধরে দর্শকাসনের কয়েক সারি টপকে পৌঁছে যাচ্ছেন নায়িকার কাছে। হাত ধরে তাঁর সঙ্গে একটু নাচ করেই আবার চলে যাচ্ছেন অন্য বন্ধুর কাছে। হল ভর্তি দর্শক মাতোয়ারা নাচে-গানে।
এ আর রহমানের গানে অভিনয় করে মুগ্ধতা ছড়াচ্ছেন যে নায়ক, তিনি পৃথিবী ছেড়েছেন এক মাস আগেই! কিন্তু শেষবারও রুপোলি পর্দায় সমান প্রাণোচ্ছল আর ঝকঝকে দেখাল সুশান্ত সিং রাজপুতকে। মুক্তি পেল সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক। মিউজিক ভিডিও দেখে ফের একবার আবেগপ্রবণ অনুরাগীরা।
অমিতাভ ভট্টাচার্য্যের লেখা 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাকটি কম্পোজ করেছেন এ আর রহমান। ছবিতে ধরা পড়বে ম্যানি ও কিজির রসায়ন। সুশান্তের জীবনের শেষ অভিনয় হয়ে রয়ে যাবে ম্যানির চরিত্রটি। অন্যদিকে কিজির ভূমিকায় দেখা যাবে সঞ্জনা সাংঘিকে। এই প্রথম বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জনা। পরিচালক মুকেশ ছাবড়া এর আগেই জানিয়েছিলেন, এই ছবিতে ধরা পড়বে সুশান্তের নাচের ক্ষমতাও। অভিনয়ের সঙ্গে সঙ্গে নাচেও দক্ষতা ছিল সুশান্তের। তারই প্রতিফলন দেখা গেল তাঁর শেষ ছবি 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক-এ।
আগামী ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'দিল বেচারা'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement