Mainak Bhaumik Ekannoborti announced: মৈনাকের নতুন ছবিতে 'একান্নবর্তী' হচ্ছেন অপরাজিতা, অলকনন্দা, সৌরসেনী
নতুন ছবির কাজে হাত দিচ্ছেন মৈনাক ভৌমিক। ঘোষণা করলেন নতুন ছবির নাম, প্রকাশ্যে আনলেন পোস্টারও। করোনা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই কিছুটা পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরের ৮ জুলাই থেকে ফ্লোরে নামবে মৈনাকের নতুন ছবির টিম।
কলকাতা: নতুন ছবির কাজে হাত দিচ্ছেন মৈনাক ভৌমিক। ঘোষণা করলেন নতুন ছবির নাম, প্রকাশ্যে আনলেন পোস্টারও। করোনা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই কিছুটা পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরের ৮ জুলাই থেকে ফ্লোরে নামবে মৈনাকের নতুন ছবির টিম।
মৈনাকের নতুন ছবির নাম, 'একান্নবর্তী। ৫১ নয়, এক অন্ন'। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।
সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রায় ভুলতে বসেছি একান্নবর্তী পরিবারের আমেজ। পুরনোদিনের সেই পারিবারিক বোঝাপড়া আর আনন্দকেই পর্দায় তুলে নিয়ে আসবেন মৈনাক। একান্নবর্তী বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোকে ঘিরেই আবর্তিত হবে গল্প। সারাবছর কার্যত ব্রাত্য হয়ে পড়ে থাকা বন্দ্যোপাধ্যায় বাড়ি দুর্গাপুজোর সময় ভরে ওঠে আনন্দে। এমনই এক পুজোর গল্পকে তুলে ধরা হবে পর্দায়।
ছবির পরিচালক বলছেন, 'বন্দ্যোপাধ্যায় বাড়ির সমস্ত সদস্যরা কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। একমাত্র দুর্গাপুজোর সময়ই সবাই সম্মিলিত হন আদি বাড়িতে। সেই পুজো থেকেই এই গল্পের শুরু। চিত্রনাট্যে একদিকে যেমন নির্মল আনন্দ আর মজা রয়েছে, তেমনই রয়েছে মানুষের মনকে ছুঁয়ে যাওয়া আবেগও। ছবিটা দেখে পারিবারিক পুজোর নস্টালজিয়ায় ভাসবেন বাঙালিরা। করোনার সময় মানুষ যখন এমনিতেই অবসাদে ডুবে থাকছেন, সেখানে এই ছবিটি অবশ্যই একটা খুশির রেশ রেখে যাবে।'
এসভিএফ সংস্থার সহ-নির্মাতা মহেন্দ্র সোনির বলছেন, কাজের সূত্রে এখন মানুষ একান্নবর্তী পরিবারকে যেন ভুলতেই গিয়েছে। পর্দায় সেই হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারকেই উদযাপন করবে একান্নবর্তী। ৫১ নয়, এক অন্ন। মৈনাক ভৌমিকের ছবি দেখা জন্য দর্শকা এমনিতেই মুখিয়ে থাকেন। বনেদি বাড়ির পুজোর নস্টালজিয়া তুলে ধরা হবে পর্দায়। এসভিএফের কাছে এই কাজটি বেশ অন্যরকম ও বিশেষ।'
আপাতত লাইটস-ক্যামেরা-অ্যাকশান শোনার অপেক্ষায় 'একান্নবর্তী। ৫১ নয়, এক অন্ন'।