সম্পর্ক ভেঙে গেল, টাইগার-দিশা এখন স্রেফ বন্ধু
বলি যুগলের ব্রেক আপের খবর এল তাঁদেরই ঘনিষ্ঠ মহল থেকে।
নয়াদিল্লি: এই তো কয়েকদিন আগের ঘটনা, এক রেস্তোরাঁ থেকে একসঙ্গে বেরিয়ে আসছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। অনুরাগীরা দিশাকে ঘিরে ধরতেই একেবারে বডিগার্ডের মতো ‘প্রেমিকা’কে আগলে নিলেন টাইগার। সে ছবি তো সোশ্যাল দুনিয়ায় ভাইরালও হয়েছে। লাভবার্ডসদের কেউ কেউ সেই ছবি ফেসবুক ওয়ালে পোস্ট করে লিখে দিয়েছিলেন ‘লাভ গোল’। সপ্তাহখানেকও গেল না, সামনে এল নায়ক, নায়িকার ব্রেক আপের খবর। কোনও মুখরোচক গল্প নয়, এই বলি যুগলের ব্রেক আপের খবর এল তাঁদেরই ঘনিষ্ঠ মহল থেকে।
টাইগার এবং দিশা, দুজনেই কয়েক সপ্তাহ ধরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। তাঁরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে আলাদা আলাদা পথে হাঁটবেন। সপ্তাহ কয়েক আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা। এবং দুজনে মিলিত ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর।
তাহলে এখন তাঁদের সম্পর্কের কী নাম? কেমনই বা তার ধরন? সূত্রের খবর, দিশা ও টাইগার দুজন দুজনের বন্ধুই থাকবেন, তবে তাঁদের মধ্যে পূর্বের মতো কোনও রোম্যান্টিক সম্পর্ক থাকবে না।
প্রসঙ্গত, এই দুই তারকা একসঙ্গে আত্মপ্রকাশ করেছিলেন বেফিকরা নামের একটি মিউজিক ভিডিয়োতে। এরপর ‘বাগি টু’ ছবিতে একে অপরের বিপরীতে অভিনয়ও করেছেন তাঁরা। দিশাকে সম্প্রতি দেখা গিয়েছে সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবিতে। এরপর ‘মলঙ্গ’-এও দেখা যাবে তাঁকে। অন্যদিকে টাইগারকে দেখা গিয়েছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে। আগামীতে টাইগারকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ছবিতে। সেখানে হৃতিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জ্যাকি তনয়। ‘বাগি থ্রি’-তেও সম্ভবত দেখা যাবে টাইগারকে।