এক্সপ্লোর
সলমন খানের সিনেমায় জোরদার অ্যাকশন দৃশ্যে দিশা পাটনি, সামনে এল প্রস্তুতির ভিডিও

মুম্বই: বলিউড অভিনেত্রী দিশা পাটনি এখন জিমে ঘাম ঝরাচ্ছেন। তবে শুধু ফিটনেস বজায় রাখার জন্যই এই ট্রেনিং নয়। আসলে দিশা বিপজ্জনক অ্যাকশনের জন্য ট্রেনিং করছেন। এই অনুশীলনের ভিডিও দিশা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে জোরদার অ্যাকশনের মহড়া নিতে দেখা যাচ্ছে।
আগামী সিনেমা 'ভারত'-এর জন্য এই ট্রেনিং করছেন দিশা। দিশা ড্রপ কিকের ভিডিও শেয়ার করে 'ভারত দ্য ফিল্ম' হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তাঁকে অ্যাকশনের প্রশিক্ষণ দিচ্ছেন রাকেশ যাদব। দিশা তাঁর ভিডিও পোস্টে যাদবকেও ট্যাগ করেছেন। যাদবও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিশার বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওগুলিতে দিশাকে অ্যাকশনের প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে।View this post on Instagram
সলমনের আগামী সিনেমা 'ভারত'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশাকে। সিনেমার শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। সম্প্রতি সলমন খান ও ক্যাটরিনা কাইফ এই সিনেমার শ্যুটিং মাল্টা ও আবু ধাবিতে করেছিলেন। এবার দিশাও সিনেমার শ্যুটিংয়ের প্রস্তুতি শুরু করে দিলেন। সিনেমার পরিচালক আলি আব্বাস জাফর। দিশা, সলমন ও ক্যাটরিনা ছাড়াও সিনেমায় তব্বু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার ও আসিফ শেখের মতো তারকাদের দেখা যাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















