এক্সপ্লোর
Advertisement
'পরিবারের মানুষের মতই খেয়াল রেখেছিলেন ঋষির' চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানালেন নীতু
'ঋষিকে যে নিজের পরিবারের যত্নে চিকিৎসা করেছেন, খেয়াল রেখেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, তাঁদের সবাইকে ধন্যবাদ।' ইনস্টাগ্রামে লিখলেন নীতু কপূর। নিজের ও ঋষির পুরনো ছবি পোস্ট করে নীতু ধন্যবাদ জানান সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।
মুম্বই: 'ঋষিকে যে নিজের পরিবারের যত্নে চিকিৎসা করেছেন, খেয়াল রেখেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, তাঁদের সবাইকে ধন্যবাদ।' ইনস্টাগ্রামে লিখলেন নীতু কপূর। নিজের ও ঋষির পুরনো ছবি পোস্ট করে নীতু ধন্যবাদ জানান সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে নীতু লেখেন, 'স্যার এইচ এন রিলায়েন্স হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মীরা পরিজন হারানোর বেদনা পেয়েছেন। তাঁরা সবাই এতদিন পরিবারের মানুষের মত ঋষিকে সুস্থ করার চেষ্টা করেছেন, খেয়াল রেখেছেন তাঁর। চিকিৎসক তরঙ্গ গিয়ানচন্দনির নেতৃত্বে পুরো টিম ঋষির জন্য সমস্ত জরুরী পরিষেবা দিয়েছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন, উপায় বলে দিয়েছেন নিজের মানুষের মতোই। তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ'
গত ৩০ এপ্রিল মৃত্যু হয় বলিউডের 'চকলেট বয়' ঋষি কপূরের। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। করোনা আবহে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতে পারেননি অনেক অনুরাগী। এসে পৌঁছাতে পারেননি ঋষি কন্যা ঋদ্ধিমাও। লকডাউনের নিয়ম মেনে খুব অল্পসংখ্যক মানুষের মধ্যে ঋষির শেষকৃত্য সম্পন্ন হয়। অনুরাগীদের লকডাউন মেনে চলার আর্জি জানান নীতু। কেবল পরিবারের মানুষদের মিয়ে পালন হয় স্মরণসভাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement