এক্সপ্লোর
পাকিস্তানকে নিয়ে মন্তব্য 'গেস্ট ইন লন্ডনে', সবটাই মজা, দিল পে মত লে ইয়ার: পরেশ রাওয়াল
![পাকিস্তানকে নিয়ে মন্তব্য 'গেস্ট ইন লন্ডনে', সবটাই মজা, দিল পে মত লে ইয়ার: পরেশ রাওয়াল Dont Be Touchy Rawal On Jokes About Pak In Guest Iin London পাকিস্তানকে নিয়ে মন্তব্য 'গেস্ট ইন লন্ডনে', সবটাই মজা, দিল পে মত লে ইয়ার: পরেশ রাওয়াল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/04104548/paresh-rawal.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: পরেশ রাওয়ালের আসন্ন ছবি 'গেস্ট ইন লন্ডন'-এর বেশ কিছু ডায়লগ নিয়ে সম্প্রতি জলঘোলা হচ্ছে। কিন্তু অভিনেতার দাবি সবটাই হাস্যরসপূর্ণ এবং মজা করে করা। সর্বোপরি অভিনেতা পরেশ রাওয়ালের মন্তব্য, দিল পে মত লে ইয়ার, ছবির সব ডায়লগকে বেশি গুরুত্ব দিলে হবে না ।
সম্প্রতিই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। আর ছবিতে ব্যবহার করা বেশ কিছু মজার জোকস মোটেই ভালভাবে নেননি অভিনেতার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে থাকা তাঁর ভক্তরা। এপ্রসঙ্গেই রাওয়াল তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, ভারতকে নিয়েও তিনি ছবিতে মজা করেছেন। একইরকম মজা করা হয়েছে পাকিস্তানকে নিয়েও। কোনওটাই বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। ছবির পরিচালক অস্বীন ধিরও পরেশ রাওয়ালের সুরে সুর মিলিয়েই বলেন, ছবিতে পাকিস্তান-বিরোধী কোনও কথা নেই।
'গেস্ট ইন লন্ডন'-এ অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কৃতি খানবান্দা, পরেশ রাওয়াল, সাবানা আজমি। শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিতে পরেশ রাওয়ালের কৌতুকপূর্ণ অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছবির পরিচালক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
খবর
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)