এক্সপ্লোর
Advertisement
জনগণের সম্পত্তি রাজনীতিকদের নামে কেন? প্রশ্ন ঋষি কপূরের
জয়পুর: এর আগে টুইটারে তিনি প্রশ্ন করেছিলেন, দেশের সিংহভাগ রাজপথ, বিমানবন্দর ও রেল স্টেশন নেহরু-গাঁধী পরিবারের নামে কেন। এবার ঋষি কপূর ফের মন্তব্য করলেন, যে সম্পত্তি জনগণের, তার নামকরণ রাজনীতিকদের নামে হওয়া উচিত নয়। আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’-র প্রকাশ উপলক্ষ্যে জয়পুর সাহিত্য সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন তিনি।
ঋষি বলেন, গায়িকা লতা মঙ্গেশকর ও শিল্পপতি জেআরডি টাটার মত মানুষ আছেন এ দেশে। তাহলে তাঁদের ভুলে গিয়ে সব সম্পত্তির নাম রাজনীতিকদের নামে কেন।
নেহরু-গাঁধী পরিবারের নামে সরকারি সম্পত্তির নামকরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলায় অনেকেই বলেন, বিজেপিতে যোগ দিচ্ছেন ঋষি। কিন্তু রণবীর কপূরের বাবা স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার তাঁর কোনও ইচ্ছে নেই। তিনি একজন বিনোদনকারী, যিনি স্পষ্ট কথা স্পষ্ট বলতে স্বচ্ছন্দ।
নোট বাতিলের ফলে কতটা বিপাকে পড়েছে বলিউড? ঋষির জবাব, নোট বাতিলের কোনও প্রভাবই বলিউডে পড়েনি। তাঁর দাবি, বলিউডে কালো টাকা খাটে না। নির্মাণ শিল্প আর কালো বাজারই নোট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁর ধারণা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement