Drishyam 3: 'দৃশ্যম থ্রি'-তে অক্ষয় খন্নার ছেড়ে যাওয়া চরিত্রে কে? বিতর্কের জেরে অনিশ্চিত শ্যুটিং
Drishyam 3 Akshaye Khanna: সূত্রের খবর, দৃশ্যম থ্রি-তে তাঁর পারিশ্রমিক বাড়ানোর জন্য অনেকদিন ধরে দর কষাকষি চলেছিল

কলকাতা: রহস্য কাহিনির শ্যুটিং শুরুর আগেই ছবিকে ঘিরে বাড়ছে রহস্য। এখন ফিল্ম সার্কিটে আলোচোনার কেন্দ্রে রয়েছে 'দৃশ্যম থ্রি'। শুধু ছবিটি ছেড়ে অক্ষয় খন্নার (Akshay Khanna) বেরিয়ে যাওয়াই নয়, অক্ষয় খন্না কেন বেরিয়ে গেলেন এবং এখন তাঁর পরিবর্তে কে অভিনয় করবেন, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। "দৃশ্যম থ্রি'-র শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল জানুয়ারির শুরুতেই। কিন্তু অক্ষয় খন্না ছবিটি ছেড়ে বেরিয়ে যাওয়ায় পর এখন কবে থেকে শ্যুটিং শুরু হবে, তা নিশ্চিত নয়। অক্ষয় খন্নাকে ইতিমধ্যেই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক কুমার মঙ্গত পাঠক। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অক্ষয় খন্না।
সূত্রের খবর, দৃশ্যম থ্রি-তে তাঁর পারিশ্রমিক বাড়ানোর জন্য অনেকদিন ধরে দর কষাকষি চলেছিল। শেষ পর্যন্ত অক্ষয়ের দাবি মেনে নিয়েই তাঁর সঙ্গে চুক্তি সাক্ষরিত হয়। এরপর অক্ষয় খন্না নাকি দাবি করেন, তিনি মাথায় উইগ বা পরচুলা পরে অভিনয় করবেন 'দৃশ্যম থ্রি' -তে। কিন্তু তাঁর এই দাবি মেনে নিতে পারেননি ছবিটির পরিচালক অভিষেক পাঠক। কারণ এর আগে 'দৃশ্যম পার্ট টু'-তে অক্ষয় খন্না অভিনীত আইজি তরুণ অহল্বাতের চরিত্রটিকে যে লুকে দেখা গিয়েছে, সেই লুক বদলে ফেলা সম্ভব নয়। তাহলে সিক্যুয়েলের কন্টিনিউটি নষ্ট হয়ে যাবে। অভিষেকের কথায়, প্রথমে অক্ষয় খন্না রাজি হলেও পরে নাকি তিনি আবার উইগ পরে অভিনয়ের জেদ ধরে বসেন। বিষয়টি নিয়ে মীমাংসার আগেই তিনি জানিয়ে দেন, দৃশ্যম থ্রি-তে তিনি আর অভিনয় করতে চান না।
এরপর, প্রযোজক কমার মঙ্গত দাবি করেন, ইতিমধ্যেই তরুণ অহল্বাতের চরিত্রে অক্ষয় খন্নার পরিবর্তে জয়দীপ অহল্বাতকে কাস্ট করে ফেলেছেন তাঁরা। অক্ষয় খন্নার বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে তিনি বলেন, একটা সময় ছিল যখন অক্ষয় খন্নার হাতে প্রায় তিন-চার বছর কোনও কাজ ছিল না। সেই সময় ২০১৯ সালে তিনি অক্ষয় খন্নাকে নিয়ে সেকশন থ্রি সেভেন্টি ফাইভ প্রযোজনা করেছিলেন। সেই ছবিটি করার পরেই অক্ষয় খন্না লাইম লাইটে ফেরেন। এরপর ২০২২-এ দৃশ্যম টুতেও তাঁকে সুযোগ দেন। সেই সূত্র ধরেই 'ছাবা'-য় অভিনয়ের সুযোগ এসেছিল তাঁর কাছে। কুমার মঙ্গত আরও বলেন, অক্ষয় খন্নাকে সোলো হিরো হিসেবে নিয়ে কোনও প্রযোজক অর্থ লগ্নিতে রাজি হবেন না। 'ধুরন্ধর' সাফল্য পেয়েছে সবার সম্মিলিত পারফরম্যান্সে। কেউ একা কৃতিত্ব দাবি করে যদি হাওয়ায় ভাসেন, তাহলে সেটা তাঁর বোকামি হবে। 'ধুরন্ধর'-এর সাফল্য অক্ষয় খন্নার মাথা ঘুরিয়ে দিয়েছে বলেও ইঙ্গিত করেন তিনি।
এদিকে পরিচালক অভিষেক পাঠক দাবি করেছেন, 'দৃশ্যম থ্রি'-তে অক্ষয় খন্নার পরিবর্তে জয়দীপ অহল্বাত অভিনয় করছেন না। জয়দীপের জন্য সম্পূর্ণ আলাদা একটি চিত্রনাট্য লিখেছেন তিনি। তাই এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, প্রযোজক এবং পরিচালকের বয়ানের মিল নেই। কেন? দৃশ্যম থ্রি-তে অক্ষয় খন্নার চরিত্রটিতে কাকে দেখা যাবে শেষ পর্যন্ত? দৃশ্যম থ্রি এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে চলেছে। এই ছবিতে তব্বুর চরিত্রের পরিবর্তে তরুণ অহল্বাতের চরিত্রটির সঙ্গেই অজয় দেবগন অভিনীত বিজয় সালগাঁওকরের চরিত্রটির মুখোমুখি সংঘাত হবে।






















