Dunki New Song Out: ২৫ বছর পেরিয়েও অমলিন শাহরুখ, 'ডাঙ্কি'-র নতুন গান মনে করাল 'দিল সে'-কে
Shah Rukh Khan: আজ মুক্তি পেল শাহরুখের নতুন ছবির গান 'ও মাহি'। অরিজিৎ সিংহের কন্ঠে এই গান মুক্তি পাওয়ার ১ দিনের মধ্যেই এটি শুনে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ
কলকাতা: এই গান যেন মনে করিয়ে দেয় ৯০-এর দশকের 'দিল সে' (Dil Se) গানটির কথা। যুদ্ধ, ধ্বংস, প্রাণ বাঁচানোর লড়াইয়ের মধ্যে শাহরুখ খান (Shah Rukh Khan) ও মণীষা কৈরালা (Manisha Kairana)-র সেই অমর রসায়ন। এতগুলো বছর পেরিয়ে গিয়েছে মাঝে। কিং খানের যেন বয়স বাড়ে না। নতুন ছবি 'ডাঙ্কি' (Dunki)-র গানে তাপসী পান্নুর (Tapsee Pannu)-র সঙ্গে শাহরুখের সমীকরণ যেন মনে করিয়ে দিল সেই ২৫ বছর আগের সেই ছবিকে, সেই গানকে।
আজ মুক্তি পেল শাহরুখের নতুন ছবির গান 'ও মাহি' (O Maahi)। অরিজিৎ সিংহের (Arijit Singh) কন্ঠে এই গান মুক্তি পাওয়ার ১ দিনের মধ্যেই এটি শুনে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ। আজ এই গানটি মুক্তি পাওয়ার পরে, নিজের নতুন ছবি নিয়ে ২ কথা লেখেন কিং খান। নিজের এক্স অ্যাকাউন্ট (সাবেক ট্যুইটার) থেকে এই গানের মুক্তির খবর জানিয়ে শাহরুখ লেখেন, 'সবাই প্রশ্ন করছেন তাই বলছি.. 'ডাঙ্কি'-র অর্থ নিজের প্রিয়জনের থেকে দূরে থাকা। আর যখন প্রিয় মানুষটা সঙ্গে থাকে... তখন মনে হয় মৃত্যুর আগে পর্যন্ত সেই মানুষটার সঙ্গেই থেকে যাই। আর সূর্য অস্তাচলে যাওয়ার আগে প্রেমে পড়ুন... 'ও মাহি'-র সঙ্গে।'
Sab poochte hain Iss liye bata raha hoon. Dunki ka matlab hota hai apno se door rehna….aur jab apne paas ho toh bas lagta hai qayamat tak uske saath hi rahein. O Maahi O Maahi. Feel the love before sun sets on the horizon today.
— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2023
Because everybody asks, what does Dunki mean?… pic.twitter.com/rvdUBaUWPL
পর্দায় শাহরুখ খান, কণ্ঠে অরিজিৎ সিংহ (Arijit Singh)। দুর্দান্ত এই কম্বিনেশনের ফ্যান সকল অনুরাগী। এর আগে মুক্তি পেয়েছিল 'ডাঙ্কি'র প্রথম গান 'লুট পুট গয়া'। প্রীতমের সঙ্গীত পরিচালনায় এই গানটি লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিংহ। গানটি মূলত কিং খান ও তাপসী পন্নুর (Taapsee Pannu) ওপর তৈরি।
এই গানটি মূলত পর্দার হার্ডির জীবনের সেই অধ্যায়ের কাহিনি তুলে ধরবে যখন সে মনুর প্রেমে পড়ে। গানেই স্পষ্ট তাঁরা একে অপরের জন্য গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। গানে প্রাণ ঢেলেছে কোরিওগ্রাফার গণেশ আচার্যর স্টেপস। নিঃসন্দেহে প্রেমের শুরুকে দারুণভাবে ফ্রেমবন্দি করা হয়েছে।
আরও পড়ুন: Sourav Ganguly: কোহলিরা ত্রিপুরাতেও ম্যাচ খেলুক, আগরতলায় বললেন সৌরভ, চান না রাজনীতির রং
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।