Sourav Ganguly: কোহলিরা ত্রিপুরাতেও ম্যাচ খেলুক, আগরতলায় বললেন সৌরভ, চান না রাজনীতির রং
Tripura: ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সোমবার সন্ধ্যায় ২ দিনের ত্রিপুরা (Tripura) সফরে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
প্রসেনজিৎ সাহা, আগরতলা: ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সোমবার সন্ধ্যায় ২ দিনের ত্রিপুরা (Tripura) সফরে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ত্রিপুরার রাজবাড়ি উজ্জয়ন্ত প্রাসাদে তাঁকে পুরনিগমের পক্ষ থেকে সংবর্ধনা দেন আগরতলার মেয়র। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, 'আমি খুব আনন্দিত। ত্রিপুরা সরকার আমাকে পর্যটনের অ্যম্বাসেডর হওয়ার যোগ্য মনে করেছে। বহুদিনের জন্য মধুর সম্পর্কের সূচনা হয়েছে। এই রাজ্যের পর্যটনকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেব।'
সৌরভ থাকবেন, আর ক্রিকেট নিয়ে আলোচনা হবে না, তা আবার হয় নাকি! উঠেছে ক্রিকেটের প্রসঙ্গও। ত্রিপুরার হয়ে এখন ঘরোয়া ক্রিকেটে খেলেন ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়রা। দুজনই বাংলার প্রাক্তন অধিনায়ক। সৌরভও সুযোগ পেলেই ত্রিপুরায় ক্রিকেটের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। বলছেন, 'শুধু পর্যটন নয়, এ রাজ্যের ক্রিকেটের উন্নয়নেও যদি আমায় ডাকে তবে সাহায্য করব। আমি চাই ভারতীয় দল ত্রিপুরাতেও ম্যাচ খেলুক।'
সৌরভ যে ত্রিপুরা পর্যটনের প্রচারমূলক ভিডিও শ্যুট করতে আগরতলা আসছেন, সেই খবর প্রথম এবং একমাত্র জানিয়েছিল এবিপি লাইভ বাংলাই। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ত্রিপুরা পর্যটনের মুখ। বিজেপি শাসিত এই রাজ্যের পর্যটন শিল্পের নতুন একটি ভিডিও শ্যুট করার জন্য সোমবার ত্রিপুরায় এসেছেন সৌরভ। আর এই শ্যুটিংয়ের পরিচালনায় দায়িত্বে রয়েছেন আরেক সৌরভ, সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। সদ্য ওয়েব সিরিজ 'রাজনীতি'- পরিচালনায় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। প্রায় শেষ পর্যায়ে তাঁর নতুন ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি'-র কাজও। তাঁর হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রেখেছেন দেবশ্রী রায় (Debosree Roy)। 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্ম থেকে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের। তবে এই প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিচালনা করবেন সৌরভ।
ত্রিপুরা পর্যটনের পাশাপাশি বাংলারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ। দুটো রাজ্যের দায়িত্ব কীভাবে সামলাবেন? সৌরভ বলেছেন, "এটা কোন কঠিন কাজ নয়। এতে সামলানোর কিছু নেই। আমার দুটো রাজ্যের হয়ে প্রচার করা কাজ, আমি করব। এতে কোনও অসুবিধা নেই, রাজনীতিও নেই।"
মঙ্গলবার সকালে গোমতী জেলার ছবিমুড়া ও আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে প্রোমোশনাল শ্যুট করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এবিপি লাইভের সেই এক্সক্লুসিভ খবর পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।