কলকাতার পুজো মণ্ডপে সোনু সুদকে শ্রদ্ধা, আপ্লুত অভিনেতার পোস্ট সোশ্যাল মিডিয়ায়
শ্রদ্ধায় আপ্লুত খোদ সোনু সুদ। পুজো মণ্ডপের একটি ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, 'এত ভালবাসা পেয়ে আমি অভিভূত, আপ্লুত, ধন্য।'
মুম্বই: দুর্গতদের মসিহা অভিনেতা সোনু সুদকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে কলকাতার কেষ্টপুর প্রফুল্ল কাননের দুর্গাপুজোর মণ্ডপ। ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের বাসিন্দাদের দুর্দশাকে তুলে ধরেই তৈরি হয়েছে মণ্ডপ। সেখানেই সোনু সুদের সাহায্যের কথা মাথায় রেখেই মণ্ডপের ভাবনায় তাঁকে রাখা হয়। সুন্দরবন এলাকায় বিশেষত মৎসজীবীদের বাস। এই বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তছনছ হয়ে যায় ওই এলাকা। নষ্ট হয়ে যায় একের পর এক গ্রাম।
মণ্ডপে দেখা যায়, মাছ চাষিদের আদলে তৈরি করা হয়েছে একাধিক অবয়ব। হাতে তাদের মাছ ধরার জাল। একইসঙ্গে সোনু সুদেরও বিশালাকার একটি স্ট্যাচু বানিয়েছেন পুজো উদ্যোক্তারা। সেখানে দেখা যাচ্ছে তিনি বন্যা দুর্গতদের সাহায্য করছেন।
এই শ্রদ্ধায় আপ্লুত খোদ সোনু সুদ। পুজো মণ্ডপের একটি ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, 'এত ভালবাসা পেয়ে আমি অভিভূত, আপ্লুত, ধন্য। যখন সাধারণ মানুষ এই মণ্ডপে এসে সেলফি তোলেন এবং আমাকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করেন তখন মনে হয় মা দুর্গা আমাকে ঠিক পথেই চালিত করেছেন।'
View this post on Instagram
একইসঙ্গে সোনু সুদ, তাঁর নিজের বাবা-মায়ের প্রতিও শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তাঁরাই সোনুকে 'অন্যের জন্য বাঁচ'তে শিখিয়েছেন।