Durga Puja 2024: দেবী দুর্গার বোধনে কাজল-রানি, ষষ্ঠীতে মুম্বইয়ের মণ্ডপে ক্যামেরাবন্দি দুই বোন
Kajol-Rani:বুধবার শুরু হল দেবী দুর্গার আবাহন। ষষ্ঠীর দিন হল অকালবোধন। শুরু হল মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় তারকা পুজো, যা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় রানি মুখোপাধ্যায় ও কাজলের তত্ত্বাবধানে।
মুম্বই: শুরু হল মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো (Durga Puja 2024)। ষষ্ঠীর দিনেই নজর কাড়লেন তারকা বোনেরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে প্রত্যেকবারের মতো এবারেও সামিল কাজল (Kajol) ও রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)। দুর্গোৎসবের সঙ্গে চলছে নবরাত্রিও। ৯ অক্টোবর, বুধবার, তিথি মেনে হল দেবী দুর্গার অকালবোধন।
মহাষষ্ঠীতে দেবী দুর্গার সামনে কাজল-রানি
বুধবার শুরু হল দেবী দুর্গার আবাহন। ষষ্ঠীর দিন হল অকালবোধন। শুরু হল মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় তারকা পুজো, যা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় রানি মুখোপাধ্যায় ও কাজলের তত্ত্বাবধানে। এদিন মুম্বইয়ের পুজো মণ্ডপে দেখা মিলল দুই তুতো বোনের। সাবেকি পোষাকে দেখা মিলল তাঁদের।
কমলা রঙের শাড়ি পরে চুলে খোঁপা করে দেখা গেল কাজলকে। অন্যদিকে রানিকে দেখা গেল নীল রঙের সুন্দর চওড়া পাড়ের ছাপা শাড়িতে। একসঙ্গে দাঁড়িয়ে চিত্রগ্রাহকদের জন্য দিলেন পোজও। দুই দিদির সঙ্গে এদিন মণ্ডপে দেখা মিলল কাজলের বোন তানিশারও। আটপৌরে ঢঙে বেগুনি রঙের শাড়ি পরেছিলেন তিনি। সপরিবারে তাঁরা পোজ দিলেন, মাতলেন পুজোর আনন্দে।
আপাতত কাজের ক্ষেত্রে, কাজল তৈরি হচ্ছেন তাঁর নতুন ছবি 'দো পত্তি'র জন্য যা মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই ছবিতে তাঁকে কাজ করতে দেখা যাবে কৃতি শ্যাননের সঙ্গে। কৃতিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। শশাঙ্ক চতুর্বেদীর এই পরিচালিত প্রথম ছবি যা লিখেছেন কণিকা ঢিলোঁ। ২৫ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। সম্প্রতি নির্মাতাদের তরফে একটি ১ মিনিট ৩২ সেকেন্ডের টিজার প্রকাশ করে লেখা হয়, 'এবার হবে খেলা শুরু, কিন্তু এই কাহিনির রয়েছে দুই দিক। 'দো পত্তি' নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ২৫ অক্টোবর।'
View this post on Instagram
আরও পড়ুন: Viral News: নাচতে নাচতেই টলে পড়লেন মাটিতে, ছেলের সামনেই হৃদরোগে মৃত্যু জনপ্রিয় 'গরবা' শিল্পীর
এই ছবির হাত ধরে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করবেন কাজল ও কৃতি। এর আগে তাঁরা একসঙ্গে 'দিলওয়ালে' ছবিতে কাজ করেছেন। শাহির শেখকেও দেখা যাবে এই ছবিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।