Ekta-Prabhat Roy: 'ফাদার্স ডে'-তে একতার জোড়া উপহার 'বাবি' প্রভাত রায়কে
Entertainment News: বাবা প্রভাত রায়ের স্বপ্ন ছিল, মেয়ে থাকলে পাহাড় চূড়ায় বসে লাল টকটকে প্লেন ওড়াতেন। মেয়ে একতাকেও তেমন একটি প্লেন বানিয়ে দিয়েছিলেন প্রভাত রায়, যা সবসময়ে নিজের সঙ্গে রাখেন একতা
কলকাতা: 'ফাদার্স ডে' (Fathers Day)-তে 'বাবি'-কে জোড়া উপহার একতা ভট্টাচার্য্য়ের (Ekta Bhattacharyya)। ১৬ জুন, ঘোষণা হল প্রভাত রায়ের জীবনী 'ক্ল্যাপস্টিক'। সেইসঙ্গে ঘোষণা করা হল, 'প্রভাত প্রোডাকশনস্'-এরও। মেয়ে একতার সহযোগীতায় নতুন প্রযোজনা সংস্থা শুরু করলেন প্রভাত রায়। এতদিন প্রভাত রায়ের পরিচয় ছিল, তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং কাহিনীকার। তবে এবার তিনি আত্মজীবনীকারও। এদিন প্রকাশ করা হয় তাঁর আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'-এর মলাটও।
এদিন দক্ষিণ কলকাতার রেস্তোরাঁয় উপস্থিত ছিল প্রায় গোটা বলিউডই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), সুদীপ্তা চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তীরা। সবার হাত ধরেই প্রকাশ পায় প্রভাত রায়ের আত্মজীবনীর প্রথম মলাট। বাবার বইয়ের মলাট এঁকেছেন মেয়ে একতাই। এটিই তাঁর ৩০০-তম কাজ। একতার হাতে টলিউডের বিভিন্ন ছবিই প্রাণ পায় পোস্টারে। বাবার রঙিন জীবনকে একতা বইয়ের মলাটে তুলে ধরেছেন যথাসম্ভব যত্ন করেই।
বাবা প্রভাত রায়ের স্বপ্ন ছিল, মেয়ে থাকলে পাহাড় চূড়ায় বসে লাল টকটকে প্লেন ওড়াতেন। মেয়ে একতাকেও তেমন একটি প্লেন বানিয়ে দিয়েছিলেন প্রভাত রায়, যা সবসময়ে নিজের সঙ্গে রাখেন একতা। সেই লাল টুকটুকে প্লেনের গল্প রয়েছে প্রযোজনা সংস্থার প্রথম টিজারেও। প্রযোজনা সংস্থা প্রকাশের একটি টিজারও শেয়ার করে নিয়েছেন একতা। ছোট্ট একটি ভিডিও প্রকাশ করে সেখানে লেখা, 'আচ্ছা বাবি, আমি যদি ছোটবেলা থেকেই তোমার বেস্ট ফ্রেন্ড হতাম তাহলে আমরা কী করতাম? পাহাড়ের ধারে বসে পেপার প্লেন ওড়াতাম...' ৩৫ বছর পুরোনো একটি স্বপ্ন পূরণ। বাবির এতদিনের ইচ্ছে কোথাও একটা চাপা পড়ে গিয়েছিল। আমার তরফ থেকে ফাদার্স ডে-র উপহার।' একতা জানিয়েছেন, আপাতত কেবল বিজ্ঞাপন তৈরি করবে তাঁদের এই সংস্থা। পরবর্তীতে পরিকল্পনা রয়েছে ছবি তৈরির।
View this post on Instagram
আরও পড়ুন: Neem Phuler Madhu: বর্ষাকে উদ্ধার করতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে সৃজন-পর্ণা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।