এক্সপ্লোর
শ্যুটিংয়ের বাইরের ছবি শেয়ার করে সুশান্তর ‘দিল বেচারা’-র সহ অভিনেত্রী সঞ্জনার আবেগঘন পোস্ট
আর নেই বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। অকালেই জীবনে ছেদ টেনেছেন তিনি। রয়ে গিয়েছে অজস্র স্মৃতি। দিল বেচারা সিনেমার সহ অভিনেত্রী সঞ্জনা সাংঘি প্রয়াত অভিনেতার সঙ্গে নিজের শ্যুটিংয়ের বাইরের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেইসঙ্গে সুশান্তর প্রতি একটি মর্মস্পর্শী বার্তাও শেয়ার করেছেন তিনি।
![শ্যুটিংয়ের বাইরের ছবি শেয়ার করে সুশান্তর ‘দিল বেচারা’-র সহ অভিনেত্রী সঞ্জনার আবেগঘন পোস্ট Emotional post of Sushant Singh Rajputs Dil Bechara Co-Actor Sanjana Sanghi শ্যুটিংয়ের বাইরের ছবি শেয়ার করে সুশান্তর ‘দিল বেচারা’-র সহ অভিনেত্রী সঞ্জনার আবেগঘন পোস্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/05145813/Sushant-Singj-Rajput-Sanjana-Sanghi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আর নেই বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। অকালেই জীবনে ছেদ টেনেছেন তিনি। রয়ে গিয়েছে অজস্র স্মৃতি। দিল বেচারা সিনেমার সহ অভিনেত্রী সঞ্জনা সাংঘি প্রয়াত অভিনেতার সঙ্গে নিজের শ্যুটিংয়ের বাইরের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেইসঙ্গে সুশান্তর প্রতি একটি মর্মস্পর্শী বার্তাও শেয়ার করেছেন তিনি।
সঞ্জনা লিখেছেন, ওই? তোমার হাবিজাবি মজার কথাবার্তায় আমার হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাওয়ার প্রয়োজন। কে বেশি চা আর হ্যাম ও চিজ ওমলেট খেতে পারে, সেজন্য আমার তোমার সঙ্গে প্রতিযোগিতার প্রয়োজন। বড় বেশি ব্যবহারে কার স্ক্রিপ্ট বেশি জীর্ণ ও ছিঁড়ে গিয়েছে, সেই লড়াইটাও দরকার। একটা কঠিন দৃশ্যের মাঝে যখনই তুমি বলতে যে, চল না, একটু নেচে নিই, তখনই তোমার বিদ্যুত্ গতির সঙ্গে তাল মেলানোর চেষ্টা করতাম। আর তোমার সঙ্গে তর্ক. বই নিয়ে..।
ইনস্টাগ্রামে ক্যাপশনে সঞ্জনা লিখেছিলেন, আমি এই মাত্র ছবিটা খুঁজে পেলাম। এটা আমিও এর আগে দেখিনি। স্মৃতি ও নস্টালজিয়া ঘিরে ধরেছে। আমাদের শ্যুটিংয়ের দিনগুলি ছিল সৃষ্টিশীলতার সন্তুষ্টি ও সেটে অবিরাম হাসি-উচ্ছ্বাসে ভরপুর। আমি কিছু বললে বা করলে ওরা দুজনেই তা নিয়ে ঠাট্টা করত..এটা ছিল প্রতিদিনের ঘটনা।
আগামী ২৪ জুলাই দিল বেচারা ডিসনি-হটস্টারে সরাসরি মুক্তি পাবে। এই সিনেমায় বিশেষ ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে।
সঞ্জনা এর আগেও সুশান্ত ও পরিচালক মুকেশ ছাবরার সঙ্গে শ্যুটিংয়ের বাইরের একটি ছবি শেয়ার করেছিলেন। সে ছিল তখন তাঁদের সুখের মুহূর্ত।
![শ্যুটিংয়ের বাইরের ছবি শেয়ার করে সুশান্তর ‘দিল বেচারা’-র সহ অভিনেত্রী সঞ্জনার আবেগঘন পোস্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/05202705/Dil-bechara-300x225.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)