Top Social Post: OTT-তে মুক্তি পেল 'ডাঙ্কি', শাড়ি পরেই ওয়েট-লিফটিং দেবলীনা কুমার, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
ওটিটিতে মুক্তি পেল 'ডাঙ্কি'
গত বছর ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডাঙ্কি'। প্রেক্ষাগৃহে বিপুল সাফল্যের পর এবার ওটিটি দুনিয়াতেও (Dunki OTT Release) সাম্রাজ্য বিস্তার করতে আসছে 'ডাঙ্কি'। গতকাল বুধবারই পেরিয়েছে ভালবাসার দিন। আর সেই দিনেই শাহরুখ তাঁর অনুরাগীদের জন্য একটি সারপ্রাইজ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। আর সেই সারপ্রাইজ অবশেষে প্রকাশ্যে এল। ওটিটি দুনিয়ায় আসতে চলেছে 'ডাঙ্কি'। ১৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্স ইন্ডিয়া তাঁদের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন যেখানে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান ঘোষণা করছিলেন যে খুব শীঘ্রই ওটিটিতে মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি 'ডাঙ্কি'। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'হৃদয়ে প্রবেশ করার জন্য কোনও ভিসা লাগে না। আসছে আপনাদের ঘরে, 'ডাঙ্কি মারকে'। ডাঙ্কি এবার দেখা যাবে নেটফ্লিক্সে।' ১৫ ফেব্রুয়ারি থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত এই ছবি 'ডাঙ্কি' (Dunki OTT Release)।
View this post on Instagram
শাড়ি পরেই ওয়েট-লিফটিং দেবলীনার
সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকা.. প্রত্যেকেই প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন এই দিনটায়। তবে এক্কেবারে উল্টো পথে দেবলীনা কুমার (Devlina Kumar)। বাসন্তী শাড়ি তো পরলেন বটে, কিন্তু এবারের পুজোয় তিনি কী করলেন? সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর শেয়ার করা ভিডিও দেখে অবাক সকলেই। দেবলীনা ফিটনেস ফ্রিক একথা কারও অজানা নয়। হাজার ব্যস্ততা থাকলেও কখনও তিনি মিস করেন না নিজের নিয়মিত শরীরচর্চা। ব্যাতিক্রম হল না সরস্বতী পুজো দিনটাতেও। বাসন্তী শাড়ি পরেই, জিমে ওয়েট ট্রেনিং করতে দেখা গেল দেবলীনাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। বাসন্তী ও গোলাপির মিশেলে একটি শাড়ি পরেছেন দেবলীনা। টেনে বাঁধা চুল, গায়ে সোনার গয়নাও। এই ভিডিও শেয়ার করে দেবলীনা লিখেছেন, 'আমার মতো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো। ভালবাসার দিনে আমি ওয়ার্কআউট করব না, তাও কি হয়! আর সরস্বতী পুজোর দিনে হলুদ শাড়ি পরব না তাও কি হয়। এই দুটো বিষয়কে তো মিলিয়ে ফেলতেই হল। শাড়িতে নারী.. যে জিমে ওজনও তোলে।' দেবলীনার এই ভিডিও বেশ প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী গীতশ্রী লেখেন, 'দুর্দান্ত। একেই বলে ভালবাসা।' আরও এক নেটিজেন লেখেন, 'শাড়ি পরে বাঙালি জিমও পারে।'
আরও পড়ুন: Top Entertainment News Today: OTT-তে এল 'ডাঙ্কি', নন্দন ২ থেকে সরল 'পারিয়া', বিনোদনের সারাদিন
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।