Top Social Post: পিয়ার সঙ্গে নতুন জীবন শুরু পরমের, নাচে-গানে মাতলেন কাঞ্চন-শ্রীময়ী, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
রেজিস্ট্রি বিয়ে সেরে পিয়ার সঙ্গে ছবি শেয়ার পরমের
বিয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করে নেন পরম। ক্যাপশনে উদ্ধৃত করলেন টি এস এলিয়টকে। সেখানেই দেখা গেল কমলা পাঞ্জাবী, সাদা পাজামা ও জহর কোটে সেজেছিলেন অভিনেতা। পিয়ার পরনে ছিল সাদা ও লাল শাড়ি। হালকা সাজেই দেখা গেল পিয়াকে। অভিনেতার পোস্টে শুভেচ্ছার বন্যা। মিমি চক্রবর্তী, রাইমা সেন, অনিন্দিতা বসু, শ্রুতি দাস, মনামী ঘোষ প্রমুখ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'ওয়েডলক সোসাইটিতে স্বাগত'। অরিন্দম শীল, সৌরভ দাস, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ শুভেচ্ছা জানান নতুন দম্পতিকে। বিয়ের পর পরমব্রত চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', প্রথম প্রতিক্রিয়াতেই মজা করে বলেন পরম।
View this post on Instagram
নাচে-গানে রাস-উৎসবে মাতোয়ারা কাঞ্চন-শ্রীময়ী
সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের চর্চা তুঙ্গে.. তবে তা কখনই থামাতে পারে না এই দুই অভিনেতা অভিনেত্রীকে। তাঁরা জীবনে হাসেন, বাঁচেন নিজের শর্তে। ফিল্মি পার্টি থেকে শুরু করে পুজো বাড়ি... সবসময়েই পাশাপাশি থাকেন তাঁরা। আর এবার প্রকাশ্যে, তাঁর 'রাস উৎসব' উদযাপনের ভিডিও। বন্ধু ও পরিচিতের সঙ্গে রাস উৎসব উদযাপনে মেতেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখা যাচ্ছে শ্রীময়ী চট্টরাজের পেজে। সেখানে দেখা যাচ্ছে গোলাপি-হলুদ শাড়িতে সেজেছেন শ্রীময়ী। মাথার খোঁপায় লাগানো ফুল। অন্যদিকে কাঞ্চন সেজেছেন লাল-সাদা পাঞ্জাবিতে। দুজনেই বন্ধুদের সঙ্গে মেতেছেন নাচে গানে। তাঁদের একসঙ্গে দেখে অবশ্য সোশ্যাল মিডিয়ায় দেখে কটাক্ষ করেছেন অনেকে। তাতে অবশ্য নজর দেন না কাঞ্চন-শ্রীময়ী।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।