এক্সপ্লোর

Top Entertainment News Today: বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায়, শীঘ্রই কাজে ফিরছেন অদিতি মুন্সী, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: চার হাত এক হল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty)। ওড়ালেন 'মৃত্যু'র খবর, শীঘ্রই কাজে ফিরছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী (Aditi Munshi)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

ফের হরর ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় চিরঞ্জিত

চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) প্রথম ওয়েব সিরিজে পা রেখেছেন তাঁর হাত ধরেই। এবার তাঁকে নিয়ে দ্বিতীয় সিজনও পরিকল্পনা করে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 'পর্ণশবরীর সাপ' (Pornosoborir Shaap) -এর সাফল্য উদযাপনের দিনই পরিচালক জানালেন, চিরঞ্জিতকে নিয়ে ইতিমধ্যেই এই সিরিজেরই দ্বিতীয় সিজন পরিকল্পনা করে ফেলেছেন তিনি। সৌভিক চক্রবর্তীর লেখা, নীরেন্দ্রনাথ ভাদুড়ির চরিত্রকে কেন্দ্র করে একটি গল্পকেই ওয়েব সিরিজের পর্দায় তুলে ধরেছিলেন পরমব্রত। অন্যান্য ভূমিকায় ছিলেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), অনিন্দিতা বসু (Anindita Bose) ও অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)।  পরমব্রত চট্টোপাধ্যায়ের এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছিল একটি মাইথোলজিক্যাল হরর গল্প। সদ্য পরমব্রত জানান, এই গল্পেরই সিক্যুয়াল পরিকল্পনা করেছেন তিনি। তবে কবে শ্যুটিং শুরু বা কবেই বা মুক্তি তা জানাননি পরিচালক। নতুন সিরিজও শুরু হবে হ'ইচই' (Hoichoi)-এর ব্যানারেই। ১০ নভেম্বর মুক্তি পেয়েছিল 'পর্ণশবরীর সাপ'-এর প্রথম সিজন। পরিচালকের ইচ্ছা, ভাদুড়িমশাইকে নিয়ে ৪টি বা ৫টি সিজন করার পরিকল্পনা রয়েছে। 

নাচে-গানে রাস-উৎসবে মাতোয়ারা কাঞ্চন-শ্রীময়ী

সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের চর্চা তুঙ্গে.. তবে তা কখনওই থামাতে পারে না এই দুই অভিনেতা অভিনেত্রীকে। তাঁরা জীবনে হাসেন, বাঁচেন নিজের শর্তে। ফিল্মি পার্টি থেকে শুরু করে পুজো বাড়ি... সবসময়েই পাশাপাশি থাকেন তাঁরা। আর এবার প্রকাশ্যে, তাঁদের 'রাস উৎসব' উদযাপনের ভিডিও। বন্ধু ও পরিচিতের সঙ্গে রাস উৎসব উদযাপনে মেতেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখা যাচ্ছে শ্রীময়ী চট্টরাজের পেজে। সেখানে দেখা যাচ্ছে গোলাপি-হলুদ শাড়িতে সেজেছেন শ্রীময়ী। খোঁপায় লাগানো ফুল। অন্যদিকে কাঞ্চন সেজেছেন লাল-সাদা পাঞ্জাবিতে। দুজনেই বন্ধুদের সঙ্গে মেতেছেন নাচে গানে। তাঁদের একসঙ্গে দেখে অবশ্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন অনেকে। তাতে অবশ্য নজর দেন না কাঞ্চন-শ্রীময়ী।

'সারেগামাপা'-তে সেরা পশ্চিমবঙ্গের অ্যালবার্ট

'সারেগামাপা ২০২৩'-এ সেরার খেতাব পেলেন পশ্চিমবঙ্গের ছেলে। এই বছরের অনুষ্ঠানে প্রতিযোগিতায় সেরা হলেন অ্যালবার্ট কাবো (Albert Kabo)। কয়েক মাসের প্রতিযোগিতার পরে সেরার খেতাব পেয়েছেন এই সঙ্গীতশিল্পী। গতকালই সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠানের ফাইনাল এপিসোডটি। অ্যালবার্ট কাবো লেপচা কালিম্পংয়ের সঙ্গীতশিল্পী। এবার এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে ছিলেন হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya), অনু মালিক (Anu Malik), ও নীতি মোহন (Neeti Mohan)। এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন আদিত্য নারায়ণ (Aditya Naryan)। গোটা সিজন জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে গিয়েছেন অ্যালবার্ট, গানে গানে মন জয় করেছেন দর্শকদের। প্রথম রানার আপ হলেন নিষ্ঠা শর্মা (Nistha Sharma), তৃতীয় হলেন রণিতা বন্দ্যোপাধ্যায় (Ronita Banerjee)। 

আয়ুষ্মানের কথায় কি দাদার বায়োপিক নিয়ে ইঙ্গিত?

জল্পনা চলছিল অনেকদিন ধরেই.. তবে এবার কি এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)? আর, তাতেই কি বাড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে তাঁর অভিনয় করার জল্পনা? ক্রিকেট সংক্রান্ত ছবি নিয়ে কথা বলে, আয়ুষ্মান কি ইঙ্গিত দিলেন যে, এমন একটি ছবি যোগ হতে চলেছে তাঁর কেরিয়ারে? সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ, আর খেলা দেখতে মাঠে পৌঁছে গিয়েছিলেন আয়ুষ্মান। চিরকালই তিনি ক্রিকেট ভালবাসেন, একাধিকবার এই নিয়ে সাক্ষাৎকারে কথাও বলেছেন তিনি। তবে এবার কি বাংলার কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে? এই জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। এবার ক্রিকেটের সিনেমা নিয়ে আয়ুষ্মান মুখ খোলায়, সেই আগুনে যেন ঘি পড়ল।

'বেঁচে আছি, সুস্থ আছি, শীঘ্রই ফিরছি'

'আমি বেঁচে আছি, আমি ভাল আছি, আমি সুস্থ আছি, খুব তাড়াতাড়ি ফিরছিও।' কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী (Aditi Munshi) জানিয়েছিলেন তাঁর গলায় সংক্রমণ হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাই বেশ কিছু শো বাতিল করে তিনি বিশ্রাম নিয়েছিলেন। সেই খবর এবিপি লাইভ (ABP Live) দিয়েছিল আপনাদের। কিন্তু শিল্পীর এই অসুস্থতার খবর নিয়ে নাকি অনেকেই বিকৃত ভুয়ো খবরও রটিয়েছে। এমনই দাবি শিল্পীর। তবে আপাতত সুস্থ তিনি, ফিরছেন কাজে, ডিসেম্বর থেকে শুরু করবেন অনুষ্ঠান করাও। 'গান নাই আর জান নাই' দুটোই এক অদিতি মুন্সীর কাছে। গলায় সংক্রমণ (vocal injury) সারিয়ে আবারও ভক্তিগীতি শোনাতে দর্শক শ্রোতাদের সামনে হাজির হতে চলেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। আগামী ২ মাস প্রায় কুড়ি থেকে পঁচিশটি অনুষ্ঠান আছে তাঁর। ধীরে ধীরে নিজের অফিসিয়াল পেজ থেকে সেই সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিল্পীর টিম। 

কাচের ওপার থেকে দেবকে ফ্রেমবন্দি করলেন রুক্মিণী?

চারিদিকে সাদা বরফের চাদর.. আর তারমধ্য়ে দাঁড়িয়েই তুষারপাত উপভোগ করছেন পর্দার 'বাঘাযতীন' (Baghajatin) ওরফে দেব। সোশ্যাল মিডিয়ায় নায়ক সেই ছবি শেয়ার করলেই সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্স ভরল মুগ্ধ মন্তব্যে। প্রশংসায় ভরালেন অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা। আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)? কাচের ওপারে দাঁড়িয়ে দেবের সেই বরফকে উপভোগ করার ছবি কি ফ্রেমবন্দি করলেন তিনিই? আপাতত কাজের ব্যস্ততা সরিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন দেব। অন্যদিকে, রুক্মিণীর সোশ্যাল মিডিয়ার পাতাও ভরছে ছুটি কাটানোর ছবিতে। কখনও সাদা বরফ দেখতে দেখতে গরম চায়ে চুমুক, কখনও প্রাসাদের সৌন্দর্য্য়ে হারিয়ে যাওয়া, কখনও আবার বিদেশের রাস্তায় মজা... একসঙ্গে ছবি না দিলেও অনুরাগীরা অনুমান করে নিচ্ছেন, একসঙ্গেই ছুটি কাটাতে গিয়েছেন নায়ক নায়িকা। একসঙ্গে কোয়ালিটি টাইম সামাজিক মাধ্যমে সাধারণত সফরের ছবি একসঙ্গে শেয়ার করে নেন না টলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি। 

'ডিপফেক' ভিডিওর শিকার আলিয়া ভট্ট

ফের 'ডিপফেক' ভিডিওর (Deepfake Video) শিকার বলিউডের (Bollywood) অপর তারকা অভিনেত্রী। রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), কাজলের (Kajol) পর এবার এই ফাঁদের শিকার অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর 'আপত্তিকর' ভিডিও। কিন্তু এক্ষেত্রেও ভিডিওটিতে আসলে তিনি নন, অন্য কারও মুখে তাঁর মুখ বসানো হয়েছে। এই ঘটনা ফের উদ্বেগ বাড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিও। 'ডিপফেক' ভিডিওর শিকার হওয়া অভিনেত্রীদের তালিকায় এবার নয়া সংযোজন বলিউডের অপর প্রথম সারির অভিনেত্রী, আলিয়া ভট্ট। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মেয়ে নীল রঙের ফ্লোরাল কো-অর্ড সেট পরে ক্যামেরার দিকে তাকিয়ে নান অঙ্গভঙ্গী করছেন। সেই মহিলার মুখে বসানো হয়েছে আলিয়া ভট্টের মুখ। 

কোন দিকে মোড় নেবে 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের গল্প?

কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় (Ram Krishnaa) এবার নতুন ট্যুইস্ট (new twist)। ভাগ্যের চাকা ও পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে নায়ক রামকে? কী হতে চলেছে তার জীবনে? কোন কঠিন পরীক্ষা দিতে হবে তাকে? ভাগ্যের এমন এক মোড় যাকে হয়তো শুধু চমকপ্রদ হিসাবেই বর্ণনা করা যেতে পারে। রাম, যে একজন নিবেদিত এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, নিজেকে এমন এক পরিস্থিতিতে আবিষ্কার করে যেখানে তাকে কর্তব্য এবং ভালবাসার সীমানায় পরীক্ষা দিতে হবে।

'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে'

টলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' তকমা এবার মুছে গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee Marriage) জীবন থেকে। দাম্পত্য জীবনে পা রাখলেন অভিনেতা। মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে (Piya Chakraborty) বিয়ে করলেন তিনি। বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখিও হন অভিনেতা। পরমের যোধুপুর পার্কের বাড়িতে সোমবার, ২৭ নভেম্বর, রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয় পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। এদিন পরমব্রত এবং পিয়ার পরিবারের সদস্যরা ছাড়া দু'জনের ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত হন বিয়েতে। তত্ত্বের মিষ্টি নিয়ে হাজির হন অভ্যাগতরা। অনেকদিন ধরেই পরমব্রত এবং পিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল টলিপাড়ায়। যদিও তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। বিয়ের সিদ্ধান্তের কথাও এতদিন গোপনই রেখেছিলেন। সোমবার পিয়ার হাত ধরেই নতুন জীবনের পথে পা বাড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এদিনের মেনুতে ছিল ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, মিষ্টি। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ ২৫ থেকে ৩০ জন।

আরও পড়ুন: 'Farrey' Review: ডেবিউ ছবিতেই অভিনয় দক্ষতা প্রমাণ করলেন আলিজেহ, 'ফররে' ছবির প্রাণ সলমনের ভাগ্নি

কর্ণের কাউচে মুখোমুখি তাঁর প্রথম দুই অভিনেত্রী

স্মৃতির সরণি বেয়ে পাড়ি দেওয়ার সময় এসে গেছে। বলিউডের জনপ্রিয় টক শো 'কফি উইথ কর্ণ'-এর (Koffee With Karan Season 8) আগামী পর্বে হাজির হবেন সঞ্চালক কর্ণ জোহরের (Karan Johar) প্রথম ছবির দুই নায়িকা, দুই বোন, বলিউডের দুই তারকা অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও কাজল (Kajol)। নব্বইয়ের দশকে যাঁরা দাপিয়ে বেরিয়েছেন রুপোলি দুনিয়া। প্রকাশ্যে এসেছে পর্বের প্রোমো। ২০০৭ সালে শাহরুখের সঙ্গে তাঁদের একসঙ্গে এই অনুষ্ঠানে আসতে দেখা যায়, তারপর এই ২০২৩ সালে। প্রোমোর ছত্রে ছত্রে ধরা পড়ল তাঁদের স্মৃতিচারণ, খুনসুটি, মজার মুহূর্ত। বলাই বাহুল্য দর্শকও এই পর্ব বেশ উপভোগ করতে চলেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Murshidabad News:'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
West Bengal News Live: বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ, আশঙ্কা নেই বিপর্যয়ের, এবার ছুটবে মেট্রো
বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ, আশঙ্কা নেই বিপর্যয়ের, এবার ছুটবে মেট্রো
Multibagger Stock: ১ লাখ ৮০ হাজার টাকা বেড়ে হয়েছে ৯৮৪ কোটি ! এই স্টকের নাম জানেন ?
১ লাখ ৮০ হাজার টাকা বেড়ে হয়েছে ৯৮৪ কোটি ! এই স্টকের নাম জানেন ?
Aadhaar Card:  আধার কার্ডে সহজে ঠিকানা বদলাতে পারেন না এঁরা, কীভাবে হবে মুশকিল আসান ?
আধার কার্ডে সহজে ঠিকানা বদলাতে পারেন না এঁরা, কীভাবে হবে মুশকিল আসান ?
Advertisement
ABP Premium

ভিডিও

Mithun Chakraborty: রাস্তায় শুয়ে থাকা ছেলে সুপারস্টার ! ভাবি কীভাবে সম্ভব হল: মিঠুন চক্রবর্তী | ABP Ananda LIVEChhok Bhanga Chota: প্রশাসনের নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেন না কেউ? ABP Ananda liveChhok Bhanga Chota: উত্তাল বাংলাদেশ, ভারতে ধৃত ৮ জঙ্গি, বাড়ছে চিন্তা? ABP Ananda LiveRaj-Subhasree: 'ইউভান আর ইয়ালিনির জন্মের পরে বুঝতে পেরেছি বাবা-মায়ের কথার গুরুত্ব: রাজ-শুভশ্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Murshidabad News:'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
West Bengal News Live: বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ, আশঙ্কা নেই বিপর্যয়ের, এবার ছুটবে মেট্রো
বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ, আশঙ্কা নেই বিপর্যয়ের, এবার ছুটবে মেট্রো
Multibagger Stock: ১ লাখ ৮০ হাজার টাকা বেড়ে হয়েছে ৯৮৪ কোটি ! এই স্টকের নাম জানেন ?
১ লাখ ৮০ হাজার টাকা বেড়ে হয়েছে ৯৮৪ কোটি ! এই স্টকের নাম জানেন ?
Aadhaar Card:  আধার কার্ডে সহজে ঠিকানা বদলাতে পারেন না এঁরা, কীভাবে হবে মুশকিল আসান ?
আধার কার্ডে সহজে ঠিকানা বদলাতে পারেন না এঁরা, কীভাবে হবে মুশকিল আসান ?
Google layoffs : গুগলে ম্যানেজার হলে চিন্তা বাড়ল ! ১০ শতাংশ ছাঁটাই করল কোম্পানি
গুগলে ম্যানেজার হলে চিন্তা বাড়ল ! ১০ শতাংশ ছাঁটাই করল কোম্পানি
Ticket Booking Rules: এইভাবে টিকিট ক্যানসেল করলে পাবেন না রিফান্ড, নিয়ম কী জানেন ?
এইভাবে টিকিট ক্যানসেল করলে পাবেন না রিফান্ড, নিয়ম কী জানেন ?
Traffic Rules: গাড়ি, বাইকের নম্বর প্লেটে স্লোগান লিখে রেখেছেন ? জরিমানা ছাড়াও হবে জেল
গাড়ি, বাইকের নম্বর প্লেটে স্লোগান লিখে রেখেছেন ? জরিমানা ছাড়াও হবে জেল
Bajaj Chetak : বাজাজ আনল নতুন চেতক, কেমন দেখতে, রেঞ্জ কত ? দাম কী পড়বে
বাজাজ আনল নতুন চেতক, কেমন দেখতে, রেঞ্জ কত ? দাম কী পড়বে
Embed widget