Tollywood Update: রূপসার নতুন দায়িত্ব, সামলাতে হবে 'বোন' অনন্যাকে?
Entertainment News: ছবির শ্যুটিং হয়েছে কলকাতাতেই। আজ মুক্তি পেয়েছে ছবিটির ফার্স্ট লুক
কলকাতা: এই ছবির গল্প দুই বোনকে নিয়ে। একজন হাঁটাচলা করতে পারে না একেবারেই। আর বোনকে সামলানোর সমস্ত দায়িত্ব দিদির ওপর। কিন্তু কেবল দুই বোনেরই গল্প নয়.. তাদের মধ্যে রয়েছে আরও একজন ভাললাগার মানুষ! তিনজনের সম্পর্কের সমীকরণের গল্পই বলবে পরিচালক সায়ন বসু চৌধুরীর নতুন ছবি 'নার্ভ'।
এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukherjee), অনন্যা গুহ (Anannya Guha) ও অক্ষয় অরুণ (Akshay Arun)-কে। এদের ৩ জনের মধ্যে রূপসা ও অনন্যা ইতিমধ্যেই পর্দার পরিচিত মুখ। সদ্য মুক্তি পেয়েছে রূপসার আরও একটি ছবিও। তবে এই প্রথম বড়পর্দায় অভিনয় করছেন অক্ষয়।
ছবির শ্যুটিং হয়েছে কলকাতাতেই। আজ মুক্তি পেয়েছে ছবিটির ফার্স্ট লুক। ছবির একটি গান শোনা যাবে সঙ্গীতশিল্পী রাজ বর্মনের গলায়। পরিচালক জানাচ্ছেন, দুই বোনের ভালবাসা ও সম্পর্কের সমীকরণের গল্প এটি। ছোট বোনের নাম ঋত্বিকা। সেই চরিত্রে দেখা যাবে অনন্যাকে। আর অনন্যা অর্থাৎ বড় বোনের চরিত্রে দেখা যাবে রূপসাকে। প্রথমবার বড়পর্দায় কাজ করলেও, এই ছবিতে অক্ষয়ের কাজ নিয়ে খুশি পরিচালক।
এই ছবিটি নিয়ে রূপসা বলছেন, 'পরিচালক সায়নের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তবে সেখানে আমার চরিত্রটা এক্কেবারে অন্যরকম ছিল। এই গল্পটা আলাদা। দুই বোনের সম্পর্ক, ভালবাসা, জীবনের ওঠাপড়া সবই তুলে ধরা হয়েছে এখানে। আশা করি দর্শকদের গল্পটা ভাল লাগবে।'
সম্প্রতি মুক্তি পেয়েছে রূপসার আরও একটি নতুন ছবি 'আবার অরণ্যে দিনরাত্রি'। সেখানে দেখা যাচ্ছে পায়েল সরকার (Payel Sarkar), অলিভিয়ার মতো অভিনেতা অভিনেত্রীদের। চার বন্ধুর সম্পর্কের সমীকরণের গল্প রয়েছে এই ছবিতে। সেই সঙ্গে দেখা যাবে পাহাড় আর জঙ্গলের চোখ জুড়নো সৌন্দর্য্য। ছবিটির অধিকাংশ অংশের শ্যুটিংই হয়েছে পাহাড়ে।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।