Year Ender 2023: 'ফুকরে ৩' থেকে 'ড্রিম গার্ল ২', ২০২৩ সালের কম বাজেটের ছবি, যা বক্স অফিসে ভাল ব্যবসা করেছে
Small Budget Movies of 2023: এই বছরে যেমন অজস্র বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে, তেমনই একাধিক কম বাজেটের ছবিও রুপোলি পর্দায় এসেছে। ব্যবসাও করেছে ভালই।
নয়াদিল্লি: ভাল সিনেমা তৈরি করতে ভাল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, নিঃসন্দেহে। যে ছবির বাজেট যত বেশি (Big Budget Movie), সেই ছবির প্রযুক্তিগত মান তত উন্নত হবে এটা ধরেই নেওয়া যায়। কিন্তু একইসঙ্গে এই কথাও ঠিক, গল্প যদি সঠিক হয়, কাস্টিং যদি দর্শককে আকর্ষণ করতে সক্ষম হয়, তাহলে স্বল্প বাজেটের (Small Budget Movie) ছবি মাতিয়ে রাখতে পারে বক্স অফিস। এই বছরে যেমন অজস্র বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে, তেমনই একাধিক কম বাজেটের ছবিও রুপোলি পর্দায় এসেছে। শুধু তাইই নয়, কম বাজেটের ছবি হয়েও এগুলির মধ্যে অনেকগুলি দর্শকের মন জয় করেছে, এবং বক্স অফিস থেকে ভাল পরিমাণ আয় করেছে, প্রশংসা পুরেছে ঝুলিতে। কোথাও শিল্পীদের অভিনয় ক্ষমতায় বুঁদ হয়েছেন দর্শক, কোথাও গল্পেন বাঁধনে মুগ্ধ হয়েছেন তাঁরা। বছর শেষের লগ্নে দাঁড়িয়ে দেখে নেওয়া যাক এমন কয়েকটি বলিউড ছবি, যাদের বাজেট কম হলেও প্রভাব ছিল বিশাল।
'১২থ ফেল' (12th Fail)
মনোজ কুমার শর্মা, এক ব্যক্তি যিনি বহু প্রতিকূলতা সত্ত্বেও নিজের শ্রমে আইপিএস অফিসার হয়েছিলেন। তাঁর জীবনের ওপর ভিত্তি করে তৈরি '১২থ ফেল'। অনুরাগ পাঠকের লেখা একই নামের বই থেকে ছবিটি তৈরি। ছবির প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য লেখার দায়িত্ব সামলেছেন বিধু বিনোদ চোপড়া। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মেসি। মনোজের চরিত্রে দেখা গেছে তাঁকে। প্রায় ২০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি প্রেক্ষাগৃহে তো সাফল্য পেয়েছেই, সেই সঙ্গে অস্কারের ইনডিপেন্ডেন্ট এন্ট্রির জন্য পাঠানো হয়েছে।
'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)
এই ছবিতে প্রথমবার জুটি বাঁধেন ভিকি কৌশল ও সারা আলি খান। যৌথ পরিবারে এক অল্পবয়সী যুগলের জীবন-যাপন, মধ্যবিত্ত পরিবারের বড় বাড়ি কেনার স্বপ্ন, একান্তে সময় কাটানোর চেষ্টা নিয়ে এই ছবি। ফ্ল্যাট নেওয়ার জন্য ছলনার আশ্রয় এবং তার সূত্র ধরে যে 'কমেডি অফ এররস' হয় তা উপভোগ করেছেন দর্শক। ৪০ কোটি টাকার আশেপাশের বাজেটে তৈরি ছবি শোনা যায় বক্স অফিসে প্রায় ১১৬ কোটি টাকা আয় করেছিল।
আরও পড়ুন: 'Dunki' BO Collection: বছর শেষেও প্রেক্ষাগৃহে ভালই ব্যবসা শাহরুখের 'ডাঙ্কি'র, নবম দিনে কত আয়?
'ফুকরে ৩' (Fukrey 3)
'ফুকরে' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি দর্শক পছন্দ করেন এবং বক্স অফিসে সাফল্য লাভ করে। ৬০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বিশ্বজুড়ে প্রায় ১১৬ কোটি টাকা আয় করে। পুলকিত সম্রাট, বরুণ শর্মা, রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠী ও মনজোৎ সিংহ অভিনীত এই ছবি আরও এক উন্মাদনা পূর্ণ অ্যাডভেঞ্চারের গল্প।
'ড্রিম গার্ল ২' (Dream Girl 2)
আয়ুষ্মান খুরানা অভিনীত 'ড্রিম গার্ল' ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিও মুক্তি পায় এই বছরে। নায়িকার চরিত্রে দেখা যায় অনন্যা পাণ্ডেকে। সূত্রের খবর, এই ছবি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৬০ কোটি টাকা। একাধিক ট্রেড অ্যানালিস্টের মতে এই ছবি বিশ্বজুড়ে ১৪০ কোটি টাকার ব্যবসা করেছিল। নায়িকার বদল ঘটলেও পূর্ববর্তী ছবির ধারা বজায় রেখে এই ছবিও দর্শকের পেটে খিল ধরাতে পেরেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।