'Dunki' BO Collection: বছর শেষেও প্রেক্ষাগৃহে ভালই ব্যবসা শাহরুখের 'ডাঙ্কি'র, নবম দিনে কত আয়?
'Dunki': এক সপ্তাহের মধ্যে দেড়শো কোটির গণ্ডি পার। নবম দিনে রাজকুমার হিরানি ও শাহরুখ খানের একসঙ্গে করা প্রথম ছবি ৭.২৫ কোটি টাকা আয় করেছে (সমস্ত ভাষা মিলিয়ে)। খবর Sacnilk সূত্রে।
নয়াদিল্লি: বছর শেষে তৃতীয়বার প্রেক্ষাগৃহে ফিরেছেন কিং খান (King Khan)। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'ডাঙ্কি' (Dunki)। মিশ্র প্রতিক্রিয়া পেলেও এই ছবি সিংহভাগ দর্শকই যে পছন্দ করেছেন তা পরিষ্কার এর বক্স অফিস কালেকশন (Box Office Collection) দেখে। এক সপ্তাহের মধ্যে এই ছবি ১৫০ কোটির গণ্ডি পার করেছে। নবম দিনে কত আয়?
নবম দিনে কত আয় করতে পারল রাজু-শাহরুখ জুটি?
এক সপ্তাহের মধ্যে দেড়শো কোটির গণ্ডি পার। নবম দিনে রাজকুমার হিরানি ও শাহরুখ খানের একসঙ্গে করা প্রথম ছবি ৭.২৫ কোটি টাকা আয় করেছে (সমস্ত ভাষা মিলিয়ে)। খবর Sacnilk সূত্রে। এখনও পর্যন্ত শাহরুখ, তাপসী পন্নু, ভিকি কৌশল, বোমান ইরানি অভিনীত ছবিটি দেশে ১৬৭.৪৭ কোটি টাকা আয় করেছে। এছাড়া বিশ্ববাজারেও দারুণ ব্যবসা করেছে এই ছবি। প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর পোস্ট অনুযায়ী, শাহরুখের তৃতীয় ছবি বিশ্বজুড়ে ৩২৩.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে।
'ডাঙ্কি ফ্লাইট' অর্থাৎ বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই পারিবারিক ড্রামা ঘরানার ছবি। রাজু হিরানি, অভিজাত যোশী ও কণিকা ঢিলোঁর লেখা এই ছবি অভিবাসনের মতো গুরুতর বিষয়কে তুলে ধরেছে। বেআইনিভাবে কোনও দেশে প্রবেশ করা, নিজের পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে বেশি রোজগারের আশায় ঘাঁটি তৈরি করা, সবশেষে কাছের মানুষের টানে ফিরে আসা, এবং এই গোটা সফরে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়, সবটাই ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে।
আরও পড়ুন: Madhuri Dixit Politics: রাজনীতিতে যোগ মাধুরী দীক্ষিতের? জল্পনার অবসান ঘটালেন 'ধক ধক গার্ল'
প্রসঙ্গত, এই ছবি মুক্তির পরদিনই মুক্তি পায় প্রভাস অভিনীত 'সালার'। অগ্রিম বুকিংয়েই এগিয়ে ছিল প্রভাসের ছবির আয়। মুম্বইয়ের 'মারাঠা মন্দির' (Maratha Mandir) থিয়েটার থেকে সরানো হয়েছিল কিং খানের সিনেমা। শাহরুখ খান ও মারাঠা মন্দিরের সুসম্পর্ক সেই নব্বইয়ের দশক থেকে। এই সিনেমাহল কর্তৃপক্ষ শাহরুখ খানের সিনেমার স্ক্রিনিং করবে না, তা ভাবতেই পারেননি অনেকে। কিন্তু 'ডাঙ্কি'র ক্ষেত্রে এমনই অভাবনীয় কাণ্ড ঘটেছিল। শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'র শো সরানো হয়েছিল আইকনিক মারাঠা মন্দির থেকে। তার বদলে নতুন শো পেয়েছিল প্রভাসের 'সালার'। যদিও শুরুতে দুর্দান্ত ব্যবসা করার পর এখন খানিক নিম্নমুখী 'সালার' ফিল্মের ব্যবসা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।