এক্সপ্লোর
Advertisement
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি অশ্লীলতার আখড়া, ইরোস নাও-এর বিতর্কিত পোস্ট ঘিরে তীব্র কটাক্ষ কঙ্গনার
বিনোদন ও অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম ইরোস নাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে কিছু বিতর্কিত পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়েছে। ইরোস নাও-কে বয়কটের দাবিও ওঠে সোশ্যাল মিডিয়ায়। নিন্দার ঝড় ওঠার পর ক্ষমা চেয়েছে ইরোস নাও।
নয়াদিল্লি: বিনোদন ও অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম ইরোস নাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে কিছু বিতর্কিত পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়েছে। ইরোস নাও-কে বয়কটের দাবিও ওঠে সোশ্যাল মিডিয়ায়। নিন্দার ঝড় ওঠার পর ক্ষমা চেয়েছে ইরোস নাও।
আসলে শনিবার থেকে শুরু হয়েছে নবরাত্রি। সেই উপলক্ষে অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন ছবি ও সিনেমার বিভিন্ন দৃশ্যের ভিডিও পোস্ট করেছে ইরোস নাও। এই পোস্ট নিয়ে নিন্দায় সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিশ্বাস সারাঙ্গও এই পোস্টের নিন্দা করেছেন। কঙ্গনা তীব্র কটাক্ষ হেনে বলেছেন, 'সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই পর্ন হাব ছাড়া আর কিছু নয়।'
কঙ্গনা ছবিগুলি শেয়ার করে লিখেছেন যে, আমাদের সকলকে সিনেমার মাধ্যমে হলে নিয়ে যাওয়ার অভ্যাস সুরক্ষিত রাখতে হবে। দর্শক টানতে অশালীন বিষয়বস্তু বেছে নেওয়া হচ্ছে। শিল্পের ডিজিটালাইজেন এক্ষেত্রে বড় সঙ্কটের মুখে। সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্ন হাব ছাড়া আর কিছু নয়। লজ্জাজনক, ইরোস নাও।'
বিশ্বাস সারঙ্গের ট্যুইট, 'এ ধরনের মানসিকতা খুবই নিন্দনীয়। হিন্দুদের ভাবাবেগে এ ধরনের আঘাত বরদাস্ত করা হবে না'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement