এক্সপ্লোর
Raj-Subhasree: জন্মের পরে প্রথমবার কন্যাসন্তানকে দেখা, কোলে নেওয়া.. অদেখা ছবি প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী
Subhasree Ganguly: দেবতার পুষ্প-অভিষেক, ইসকনের সন্ন্যাসীদের আরাধনা.. ইয়ালিনির জন্মদিনে আর কী কী আয়োজন করলেন শুভশ্রী?

কেমন ছিল ইয়ালিনির জন্মের মুহূর্ত?
1/11

এক বছর হল মেয়ের। এই দিনটার জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও বাবা রাজ গঙ্গোপাধ্যায়। মেয়ের জন্মের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রাজ-শুভশ্রী।
2/11

মেয়ের প্রথম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে এনেছেন মেয়ের জন্মের সমস্ত ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এর আগে প্রকাশ্যে আসেনি, তাই ভাইরাল।
3/11

ওটিতে পরিচালক রাজের মেয়েকে প্রথম কোলে নেওয়া থেকে শুরু করে কন্যা ইয়ালিনির বাড়ি আসা.. সমস্তটাই ছিল ক্যামেরাবন্দি।
4/11

সেই ছবি শেয়ার করে নেওয়ার জন্য বোধহয় এই গোটা একটা বছর অপেক্ষা করেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) দুজনেই। আর কি কি হল ইয়ালিনির জন্মদিনে?
5/11

রাজ চক্রবর্তীর বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যায় শুভশ্রী তাঁর বাড়িতেই জগন্নাথ আরতি করছেন
6/11

আর ইয়ালিনির জন্মদিনে হল পুষ্প অভিষেক। অর্থাৎ জগন্নাথ দেবকে ফুল দিয়ে স্নান করানো হল। হাজির ছিলেন অতিথি অভ্যাগতরাও।
7/11

খাবার আয়োজন ছিল নিরামিষ। নিজের হাতে প্রচুর ফুল ছাড়িয়ে কয়েক ঘণ্টা ধরে পুষ্প অভিষেকের জন্য যাবতীয় আয়োজন করেন শুভশ্রী।
8/11

৫০০ গোলাপ, ৫০০ চন্দ্রমল্লিকা, ৫০০ পদ্ম ও আরও অন্যান্য ফুল আনা হয়েছিল পুষ্প অভিষেকের জন্য।
9/11

শুভশ্রী একাধিকবার বলেছেন যে তিনি ঈশ্বর বিশ্বাসী। আর সেই কারণেই মেয়ের জন্মদিনে তিনি আধ্যাত্মিক আয়োজনই বেছে নিয়েছিলেন।
10/11

ইসকন থেকে এসেছিলেন সাধুরা। বাড়িতে আয়োজন করা হয়েছিল ভজন ও কীর্তনেরও।
11/11

জন্মের পর থেকেই ইয়ালিনিকে আড়ালেই রেখেছিলেন শুভশ্রী। তবে ছেলে ইউভানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার মেয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী।
Published at : 01 Dec 2024 02:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
