এক্সপ্লোর
মেয়ে এষা অন্তঃসত্ত্বা, ফের দিদিমা হচ্ছেন ড্রিমগার্ল

মুম্বই: সোহা আলি খানের পর মা হতে চলেছেন বলিউডের আর এক অভিনেত্রী। ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওল অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানা গিয়েছে। ২০১২-য় এষার বিয়ে হয় ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে। এই শীতেই হবে তাঁদের প্রথম সন্তান।
জানা গিয়েছে, এই খবরে রীতিমত উত্তেজিত হেমার পরিবার। হেমা বা এষা কেউ খবরের সত্যতা এখনও স্বীকার না করলেও হেমার জীবনীকার জানিয়েছেন এষার গর্ভবতী হওয়ার কথা। ছোট বোন অহনার ছেলে জন্মে গিয়েছে, এখন হেমা-ধর্মেন্দ্র উভয়েই অপেক্ষায় ছিলেন এষার সন্তান জন্মের জন্য।
এষা নাকি বাচ্চা ভালবাসেন। কিন্তু মা হওয়ার জন্য আরও কিছুটা প্রস্তুতি নিতে চেয়েছিলেন তিনি। অহনার সন্তান জন্মের আগে দিদি এষা তাঁর জন্য সবরকম কেনাকাটা ও প্ল্যানিং করেছিলেন। এই মুহূর্তে মায়ের সঙ্গে জুহুর বাংলোয় রয়েছেন এষা, তবে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে নিয়মিত বান্দ্রা যান। কী করে বাংলোটি আরও বেশি করে ছোট্ট শিশুর উপযোগী করে তোলা যায় তা দেখা হচ্ছে।
জানা গিয়েছে, এই খবরে রীতিমত উত্তেজিত হেমার পরিবার। হেমা বা এষা কেউ খবরের সত্যতা এখনও স্বীকার না করলেও হেমার জীবনীকার জানিয়েছেন এষার গর্ভবতী হওয়ার কথা। ছোট বোন অহনার ছেলে জন্মে গিয়েছে, এখন হেমা-ধর্মেন্দ্র উভয়েই অপেক্ষায় ছিলেন এষার সন্তান জন্মের জন্য।
এষা নাকি বাচ্চা ভালবাসেন। কিন্তু মা হওয়ার জন্য আরও কিছুটা প্রস্তুতি নিতে চেয়েছিলেন তিনি। অহনার সন্তান জন্মের আগে দিদি এষা তাঁর জন্য সবরকম কেনাকাটা ও প্ল্যানিং করেছিলেন। এই মুহূর্তে মায়ের সঙ্গে জুহুর বাংলোয় রয়েছেন এষা, তবে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে নিয়মিত বান্দ্রা যান। কী করে বাংলোটি আরও বেশি করে ছোট্ট শিশুর উপযোগী করে তোলা যায় তা দেখা হচ্ছে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















