ঋষি কপূরের জন্মদিনে ভাইরাল ‘রণবীর-আলিয়ার বিয়ের ছবি’
দিন কয়েক আগেই একটি পোশাক বিপণনীর বিজ্ঞাপনে বধূবেশে দেখা গিয়েছে আলিয়াকে।
নয়াদিল্লি: না, এখনও বিয়ে হয়নি রণবীর কপূর এবং আলিয়া ভট্টের। শোনা যাচ্ছে, আগামী বছর হয়ত সাত পাকে বাঁধা পড়বেন বলিউডের এই তারকা জুটি। কপূর এবং ভট্ট পরিবার নাকি রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছে। তাহলে হঠাৎ রণবীর-আলিয়ার বিয়ের ছবির প্রসঙ্গ কীভাবে এল? এই প্রশ্ন যদি আপনার মনেও দানা বেঁধে থাকে, তাহলে আরও একবার স্পষ্ট করে বলে দেওয়া হল, রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়ে হয়নি। এই ছবি ফটোশপের কারসাজিতে তৈরি হয়েছে।
দিন কয়েক আগেই একটি পোশাক বিপণনীর বিজ্ঞাপনে বধূবেশে দেখা গিয়েছে আলিয়াকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক জল্পনাই তৈরি হয়। বিজ্ঞাপন দেখে ফ্যানেরা আলিয়াকে ‘রণবীর কি দুলহান’ বলে ডাকতে শুরু করে। এই চর্চার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল রণবীর-আলিয়ার বিয়ের ছবি। সেটাও কিনা ঋষি কপূরের ৬৭তম জন্মদিনে।
ইনস্টাগ্রামে এই ছবি ভাইরাল। রণবীর কপূর মাই লাইফ লাইন নামের একটি ইনস্টা অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ছবি। ওই বিজ্ঞাপনের একটি অংশ থেকেই আলিয়ার ছবি নেওয়া হয়েছে এবং সেখানে খুব নিপুণ হাতে রণবীরকে বসানো হয়েছে।
(আসল ছবি)