Vijay And Rashmika: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি বিজয়-রশ্মিকা, উচ্ছ্বসিত অনুরাগীরা
Celebrity Update: একটি ভিডিও শেয়ার করা হয় এক ফ্যানপেজ থেকে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে এক রেস্তোরাঁয় একসঙ্গে খেতে গেছেন রশ্মিকা ও বিজয়।
নয়াদিল্লি: বড়পর্দার অন্যতম চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দান্না (Vijay Deverakonda and Rashmika Mandanna)। তাঁদের অনস্ক্রিন রসায়ন (onscreen chemistry) দর্শক বেশ পছন্দ করেন। সেই সঙ্গে তাঁদের অফস্ক্রিন রসায়নও প্রায়ই শিরোনামে উঠে আসে। যদিও দুই তারকার কেউই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি, কিন্তু তাঁদের নিয়ে অনুরাগীদের উৎসাহের শেষ নেই। ফের তাঁরা উঠে এলেন শিরোনামে। কেন?
বিচ্ছেদের জল্পনার মাঝে ফের শিরোনামে বিজয়-রশ্মিকা
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একসঙ্গে ডিনার সারছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দান্না। বিচ্ছেদের জল্পনার মাঝে এই ভিডিও ফের উস্কে দিয়েছে জল্পনা।
একটি ভিডিও শেয়ার করা হয় এক ফ্যানপেজ থেকে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে এক রেস্তোরাঁয় একসঙ্গে খেতে গেছেন রশ্মিকা ও বিজয়। সেই সঙ্গে রয়েছেন তাঁদের একাধিক বন্ধুবান্ধবও। প্রসঙ্গত, এই ভিডিও এমন সময় ভাইরাল হয়েছে যখন ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। বিজয়ের ভাই আনন্দকেও দেখা গেল দলে।
এক ফ্যান লেখেন, 'আশা করছি ওঁরা এখনও একসঙ্গে রয়েছেন।' আবার একজন লেখেন, 'ওঁরা পারফেক্ট জুটি'। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও একাধিক সময় একে অপরকে প্রশংসায় ভরিয়েছেন দু'জনেই।
View this post on Instagram
গত মে মাসে, রশ্মিকার জন্মদিনেও দুই তারকা একসঙ্গে ছিল বলে দাবি অনুরাগীদের। রশ্মিকার ইনস্টাগ্রাম লাইভ ভিডিও ও বিজয়ের কিছু ছবি দেখে এমন ধারণা করেন অনুরাগীরা। এছাড়া নববর্ষের দিন, দুই তারকা একসঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন। এর আগে তাঁদের সম্পর্কের জল্পনা সম্পর্কে অভিনেত্রী বলেছিলেন এই কথাগুলো 'কিউট'। এর আগে অভিনেত্রী বলেন, 'আমার হায়দরাবাদে নিজের দল আছে, হায়দরাবাদে ওঁর নিজের দল আছে। এবং আমাদের অনেক মিউচুয়াল বন্ধু আছে। ব্যাপারটা এরকম। সকলে যখন বলে রশ্মিকা ও বিজয় একসঙ্গে, ব্যাপারটা মিষ্টি।'
আরও পড়ুন: Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে, রশ্মিকা মান্দান্নাকে দেখা যাবে রণবীর কপূরের সঙ্গে 'অ্যানিম্যাল' ছবিতে। অগাস্ট মাসে এই ছবির মুক্তি পাওয়ার কথা। বিজয় দেবেরাকোন্ডার আগামী ছবি 'খুশি' মুক্তি পাবে সেপ্টেম্বরে। বিজয়কে এই ছবিতে সামান্থা রুথ প্রভুর বিপরীতে দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন