Fatima Sana Shaikh: কাদের 'আচ্ছে বাচ্চে' বললেন ফতিমা সানা শেখ? নেটাগরিকদের মধ্য়ে তুঙ্গে চর্চা
কিছুদিন আগে 'মর্ডান লাভ মুম্বই'-এ ফতিমার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে।
কলকাতা: নিজের অভিনয় প্রতিভার দ্বারা তিনি বার বার মুগ্ধ করেছেন মানুষকে । তাই যখনই স্ক্রিনে ফাতিমা সানা শেখকে দর্শক দেখতে পান, তখনই প্রত্য়াশার পারদ চড়তে থাকে। 'দঙ্গল গার্ল' অবশ্য় কখোনই দর্শককে নিরাশ করেন না। তিনি পর্দায় উপস্থিত হওয়া মানে দর্শক পাবেন ভিন্ন স্বাদ। এই ঘরানাকে মাথায় রেখেই একটু অন্য় রকম গল্প নিয়ে আবারও তিনি ফিরছেন পর্দায়। ছবির নাম 'শ্য়াম বাহাদুর'। ফতিমার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ভিকি কৌশল ও মহম্মদ জীশান আয়ুবকে। ছবি নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে জল্পনা। যদিও ছবি প্রসঙ্গে সংবাদমাধ্য়মে এখনও পর্যন্ত কিছুই শেয়ার করেননি ছবির তারকারা।
আরও পড়ুন...
Tagore Song: মনোমালিন্য় ভুলে রবি ঠাকুরের গানে গলা মেলালেন ইমন-রূপঙ্কর
সম্প্রতি এই দুই অভিনেতা সঙ্গে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন ফতিমা। ছবির ক্যাপশনে লেখেন 'আচ্ছে বাচ্চে'। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে দেখতে পাওয়া যাবে আর এক দঙ্গল গার্ল সানায়া মালহোত্রাকেও। এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছে রাজস্থানে। প্রসঙ্গত শ্য়াম বাহাদুর ছবিটি শ্য়াম মানেকশ-এর জীবনের উপর ভিত্তি করে তৈরি, যিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া প্রথম ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করবেন ফতিমা।
ভিন্ন ধারার এই ছবিতে ফতিমার অভিনয় দর্শকের কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।