(Source: ECI/ABP News/ABP Majha)
Fawad Khan: ৮ বছর পর বলিউডে ফিরছেন পাক অভিনেতা ফাওয়াদ খান, বিপরীতে কোন অভিনেত্রী?
Bollywood Update: তাঁর অভিনয়ে আগেও মুগ্ধ হয়েছেন ভারতীয় দর্শক, একাধিক বলিউডি ছবিতে কাজ করেছেন। তাঁর রূপে 'ফিদা' মহিলারা। শোনা যাচ্ছে, দীর্ঘ ৮ বছর পর ফের ভারতীয় ছবি, বলিউডে ফিরছেন ফাওয়াদ খান।
নয়াদিল্লি: প্রায় ৮ বছর পর তিনি ফিরছেন! তিনি পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan)। শোনা যাচ্ছে বলিউডে ফিরছেন তিনি, রোম্যান্টিক কমেডি ঘরানার (Romantic Comedy Movie) এক ছবির হাত ধরে। কাকে দেখা যাবে তাঁর বিপরীতে? কেই বা এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন?
বলিউডে ফিরছেন পাকিস্তানি তারকা ফাওয়াদ খান, খবর সূত্রের
তাঁর অভিনয়ে আগেও মুগ্ধ হয়েছেন ভারতীয় দর্শক, একাধিক বলিউডি ছবিতে কাজ করেছেন। তাঁর রূপে 'ফিদা' মহিলারা। শোনা যাচ্ছে, দীর্ঘ ৮ বছর পর ফের ভারতীয় ছবি, বলিউডে ফিরছেন ফাওয়াদ খান। রোম্যান্টিক কমেডি ঘরানার একটি ছবিতে তাঁকে নাকি দেখা যাবে বাণী কপূরের (Vaani Kapoor) বিপরীতে। আরতী বাগদিকে (Aarti Bagdi) এই ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও খবর। এছাড়াও শোনা যাচ্ছে গোটা ছবির শ্যুটিং হবে ব্রিটেনে (United Kingdom)।
ট্রেড সূত্রে খবর, 'আন্তর্জাতিক স্তরে ফাওয়াদ খানের জনপ্রিয়তা বিপুল বিশেষত দক্ষিণ এশিয়দের মধ্যে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেরও অংশ থেকেছেন তিনি। তাঁর প্রজেক্টের বাকি তথ্য এখন গোপনই রাখা হচ্ছে এবং সকলেই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। ব্রিটেনে শ্যুটিং শুরুর ঠিক আগেই প্রযোজকরা এই প্রজেক্ট ঘোষণা করবেন।'
দুই মানুষ, যাঁরা ভিতর থেকে ভেঙে গিয়েছেন, ভাগ্যের ফেরে তাঁদের একসঙ্গে হওয়ার গল্প বলবে এই ছবি। একে অপরকে সাহায্য করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ার গল্প দেখা যাবে এই ছবিতে। খবর এমনই। 'ইস্টউড স্টুডিওস'-এর প্রথম আন্তর্জাতিক কোলাবোরেশনের ছবি এটি, যার নাম এখনও চূড়ান্ত হয়নি বলে খবর।
বিশেষ কোনও তথ্য না মিললেও বলিউডে ফিরছেন ফাওয়াদ খান, সেই খবরেই আনন্দিত তাঁর ভারতীয় অনুরাগীরা। এর আগে, ৮ বছর আগে তাঁকে শেষ হিন্দি ছবিতে দেখা গিয়েছিল। 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'কপূর অ্যান্ড সনস' ও 'খুবসুরত'-এর মতো জনপ্রিয় হিন্দি ছবিতে তাঁকে দেখা গেছে অভিনয় করতে।
২০১৬ সালে মুক্তি পায় কর্ণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল'। সেই ছবিতে রণবীর কপূর, অনুষ্কা শর্মা ও ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে অভিনয় করেন ফাওয়াদ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।