Bismillah: চরিত্ররা যেন হাতে আঁকা ছবি, 'বিসমিল্লা'-র পোস্টার যেন রূপকথা
Bismillah Poster Release: সব চরিত্রের ছবিতেই যেন স্বপ্নের ছোঁয়া। মুক্তি পেল ইন্দ্রদীপ দাশগুপ্তের তৃতীয় ছবি 'বিসমিল্লা'-র অফিসিয়াল পোস্টার।
কলকাতা: শ্রীকৃষ্ণের বেশে ঋদ্ধি সেন (Riddhi Sen), আর তাঁর পাশেই রাধার বেশে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasreee Ganguly)। ছবির পোস্টার যেন হাতে আঁকা পটচিত্র। সব চরিত্রের ছবিতেই যেন স্বপ্নের ছোঁয়া। মুক্তি পেল ইন্দ্রদীপ দাশগুপ্তের তৃতীয় ছবি 'বিসমিল্লা'-র অফিসিয়াল পোস্টার।
'বিসমিল্লা' ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakraborty)। এই প্রথম শুভশ্রীর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধিকে। এই ছবির প্রযোজনায় রয়েছেন কলাইডারস্কোপ সংস্থা। গানের দায়িত্বে রয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh) ও অন্যান্যরা।
'বিসমিল্লা'-র সৌজন্যে প্রথমবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subdhasree Ganguly)-র সঙ্গে জুটি হিসেবে কাজ! এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে 'বিসমিল্লা' নিয়ে কথা বলতে গিয়ে ঋদ্ধি বলেছিলেন, 'বাংলায় অসম প্রেমের গল্প একটু কম রুপোলি পর্দায় তুলে ধরা হয়। বিদেশে ছবিতে আমরা প্রচুর এই ধরণের গল্প দেখেছি। 'বিসমিল্লা'-ও বোঝায় প্রেমের কোনও বয়স হয় না। শুভশ্রীদি সহ অভিনেত্রী হিসেবে ভীষণ ভালো। শ্যুটিং করতে গিয়ে এমন অনেক শট দেওয়া হয়েছে যেগুলো আগে থেকে পরিকল্পিত ছিল না। আমি আর শুভশ্রীদি প্রায় প্রত্যেক রোম্যান্টিক শট দেওয়ার পরে হাসাহাসি করতাম। আর শুভশ্রীদির অভিনয় ক্ষমতা দারুণ। এই ছবিতে আমার আর শুভশ্রীদির চরিত্রের সঙ্গে রাধা আর কৃষ্ণের অনুসঙ্গ রয়েছে।'
১৯ অগাস্ট মুক্তি পাবে এই ছবি।
View this post on Instagram