Film Soch Badlo Sach Nehi: প্রিয়ঙ্কাকে চুম্বন সাঁঝবাতির, বলছেন, 'সোচ বদলো সচ নেহি'
এবার এক সমকামী প্রেমের গল্পকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক 'সম্রাট শর্মা' (Samrat Sharma)। আসছে নতুন স্বপ্লদৈর্ঘ্যের হিন্দি ছবি 'সোচ বদলো সচ নেহি' (Soch Badlo Sach Nehi)।
কলকাতা: সমকামিতা। শব্দটায় আইনি মান্যতার তকমা পড়লেও সমাজের চোখে তার ছুৎমার্গ কমেনি একটুও। সবসময় একটি ছেলে আর একটি মেয়েকেই কেন সঙ্গী থাকতে হবে এই প্রশ্ন একাধিক বার উঠলেও তার কোনও সদুত্তর দিতে পারেনি সমাজ। বিনোদন জগতে ছোট বড় বিভিন্ন ছবি হয়েছে এই প্রশ্নের ওপর ভিত্তি করেই। সমকামিতাও যে একটা সাধারণ প্রবণতা, তা রুপোলি পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে বার বার। সদ্য মুক্তি পাওয়া বলিউড ছবি 'বধাই দো'-র বিষয়বস্তুও এই সমকামীতাই।
এবার এক সমকামী প্রেমের গল্পকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক 'সম্রাট শর্মা' (Samrat Sharma)। আসছে নতুন স্বপ্লদৈর্ঘ্যের হিন্দি ছবি 'সোচ বদলো সচ নেহি' (Soch Badlo Sach Nehi)। নামটির বাংলা তর্জনা করলে দাঁড়ায়, ভাবনা বদলাও, সত্যিটাকে নয়। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন প্রিয়ঙ্কা ভট্টাচার্য্য (Priyanka Bhattacharya) ও সাঁঝবাতি (Sanjhbati)।
এলজিবিটি রাইটস বা সমকামিতার নিয়ে বার বার আইনের দ্বারস্থ হয়েছেন বহু মানুষ। কেবল আইন নয়, সমকামিতাকে মানুষের চোখে স্বাভাবিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রুপোলি পর্দা। ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে বলিউডের একাধিক পরিচালক, সমকামিতাকে ছবির বিষয়বস্তু করে বার বার পর্দায় তুলে ধরতে চেয়েছেন তাঁরা। তারপরেও খোলা মনে সমকামিতাকে মেনে নিতে পারেনি সমাজ।
আরও পড়ুন: পদ্মশ্রী ফিরিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রদ্ধাজ্ঞাপন করে বিশেষ ভিডিও শ্রীলেখা মিত্রর
ইতিমধ্যেই 'এফআইআর' ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা। স্বল্প দৈর্ঘ্যের এই ছবিতে তাঁর চরিত্রটিও খুব বার্তাবহ। ছবিটি নিয়ে উৎসাহী গোটা 'সোচ বদলো সচ নেহি' -র টিম। ছবির সুরের দায়িত্বে রয়েছেন শমীক গুহ রায়। (Samik Guha Roy)। ছবিটির প্রযোজনা করছে প্রযোজনা সংস্থা 'ডাবল হাফ' (Double half)। ২৬ জানুয়ারি অর্থাৎ আজই মুক্তি পাবে এই ছবি।
এর আগেও একটি জাতীয়স্তরের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা। বিদুলা ভট্টাচার্য্যের (Bidula Bhattacharya) পরিচালনায় কনের সাজে প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya)! নতুন মিউজিক ভিডিও 'গুড়িয়া রানি' (Gudiya Rani)-র পোস্টারেই নজর কাড়ছেন অভিনেত্রী। নবীন দাগা (Navin Daga), সরিতা ছন্দক (Sarita Chandak), শ্রীরাম লেয়রের (Srriram Iyer) গলায় নতুন এই মিউজিক ভিডিও মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসেই। গানের কথা লিখেছেন মহেন্দ্র দাগা (Mahendra Daga)। গল্প, ভাবনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন, বিদুলা ভট্টাচার্য্য (Bidula Bhattacharya)।