এক্সপ্লোর
Advertisement
জয়ললিতার জীবন নিয়ে ছবি, তামিল শিখতে হিমসিম খাচ্ছেন কঙ্গনা
১০ তারিখ থালাইভি-র শ্যুটিং শুরু করেছেন কঙ্গনা। তামিলের পাশাপাশি তাঁকে এই চরিত্রের জন্য ভারতনাট্যমও শিখতে হচ্ছে।
চেন্নাই: তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। বহু ভাষায় হতে চলা এই ছবির নাম থালাইভি। কিন্তু শ্যুটিং করতে গিয়ে মুশকিলে পড়েছেন কঙ্গনা, চিত্রনাট্যের দাবি অনুযায়ী তামিল শিখতে কালঘাম ছুটছে তাঁর।
কঙ্গনা বলেছেন, তামিল শিখতে তিনি হিমসিম খাচ্ছেন। ছবিটি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে, তাই বলতেই হবে তামিল। প্রথমে ভেবেছিলেন, যেভাবে ইংরেজি শিখেছেন, সেভাবেই ছবির স্বার্থে পুরো তামিল ভাষা শিখে নেবেন। কিন্তু সমস্যায় পড়ায় ঠিক করেছেন, শুধু ডায়ালগগুলিই কণ্ঠস্থ করবেন তিনি।
১০ তারিখ থালাইভি-র শ্যুটিং শুরু করেছেন কঙ্গনা। তামিলের পাশাপাশি তাঁকে এই চরিত্রের জন্য ভারতনাট্যমও শিখতে হচ্ছে। এছাড়া প্রস্থেটিক মেকআপ নিতে ঘণ্টার পর ঘণ্টা লাগছে তাঁর। কঙ্গনা জানিয়েছেন, তিনি পছন্দ করেন হালকা ও যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকু মেকআপ ব্যবহার করতে। চুলও স্বাভাবিক রাখতে চান। সে সবই ব্যবহার করেন যা তাঁর নিজস্ব ব্যক্তিত্বকে ঢেকে ফেলবে না। তিনি বলেছেন, ক্যামেরার আড়ালে থাকাকালীন বেশিরভাগ সময় অভিনেতা অভিনেত্রীরা মেকআপ ছাড়া থাকতে পছন্দ করেন কারণ তাহলে তাঁদের ঠিকমত বিশ্রাম হয়, নিজের মত করে থাকা যায়।
তামিল, হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পাবে থালাইভি। পরিচালনা করছেন এ এল বিজয়। কঙ্গনা ছাড়াও ছবিতে দেখা যাবে অরবিন্দ স্বামীকে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement