এক্সপ্লোর
Shah Rukh Khan: লন্ডনে ভিলা, ভারতে 'মন্নত' ! বলিউডের বাদশা শাহরুখ খানের রয়েছে এই বিপুল সম্পদ

Shah Rukh Khan
1/8

সম্প্রতি 58তম জন্মদিন উদযাপন করছেন বলিউডের কিং খান শাহরুখ। সুপারহিট মুভির খরা কাটিয়ে 2023 তাঁর জন্য একটি দুর্দান্ত বছর প্রমাণিত হয়েছে। জওয়ান ও পাঠানের সাফল্যে নতুন উচ্চতা অর্জন করেছেন তিনি।
2/8

মিডিয়া রিপোর্ট বলছে, জওয়ান এবং পাঠান দুটি ছবিই সারা বিশ্বে 2000 কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় রয়েছে বলিউডের 'কিং অফ রোমান্স'-এর নাম।
3/8

লাইফস্টাইল এশিয়ার খবর অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় 760 মিলিয়ন ডলার অর্থাৎ 6,300 কোটি টাকার বেশি।
4/8

মিডিয়া রিপোর্ট বলছে, তিনি একটি ছবির জন্য 100 থেকে 150 কোটি টাকা পারিশ্রমিক নেন। যেখানে পাঠানে তিনি মোট লাভের ৬০ শতাংশ পেয়েছেন।
5/8

মুম্বাইয়ে শাহরুখ খানের বাংলো মন্নত দেশের সবচেয়ে দামি বাড়িগুলোর একটি। এর দাম প্রায় 200 কোটি টাকা। এছাড়াও দুবাইয়ের পাম জুমেইরাহতে তার একটি বিলাসবহুল ভিলা রয়েছে যার মূল্য 100 কোটি টাকা।
6/8

শাহরুখ খানের লন্ডনে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মূল্য 172 কোটি টাকা। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে আলিবাগ যান শাহরুখ খান। সেখানে তাঁর একটি বাড়িও রয়েছে , যার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
7/8

শাহরুখও তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মাধ্যমে প্রচুর আয় করেন। এছাড়া রেড চিলিজ এন্টারটেইনমেন্ট নামে তার একটি প্রোডাকশন হাউস রয়েছে।
8/8

শাহরুখ খানের গাড়ির সংগ্রহ সম্পর্কে কথা বলতে গেলে, তার কাছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ, রোলস-রয়েস কুলিনান ব্ল্যাক, বিএমডব্লিউ 7-সিরিজ, বেন্টলে কন্টিনেন্টাল জিটি, বুগাটি ভেরন, বিএমডব্লিউ 6-সিরিজ কনভার্টেবল, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার স্পোর্টের মতো অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে।
Published at : 03 Nov 2023 02:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
