এক্সপ্লোর
অবশেষে নিজের বিয়ের তারিখ সম্পর্কে মুখ খুললেন সলমন

মুম্বই: দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে সলমন খানের বিয়ের তারিখ নিয়ে বিস্তর জল্পনা চলছে। বিয়ে যদি এবছরেই করেন, তাহলে কোন তারিখে করবেন তিনি, এমনই নানা প্রশ্ন। এপ্রসঙ্গে অবশেষে টেনিস সুন্দরী সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে মুখ খুললেন সলমন। বলিউডের বর্তমান সুলতান-এর দাবি, তাঁর মা এবং বোনেরা সবসময়ই তাঁকে বিয়ে করার জন্যে চাপ দেন। সংবাদমাধ্যমে বারংবারই শোনা যাচ্ছে সলমন এবছরের ১৮ নভেম্বরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। এই তারিখ প্রসঙ্গে সলমনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গত ২০-২৫ বছর ধরেই এই তারিখ সম্পর্কে শোনা যাচ্ছে। তবে সানিয়ার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ১৮ নভেম্বর হবে কি না জানি না, যদি হয়ে, তাহলে কোন বছরের ১৮ নভেম্বর হবে, সেটা বলতে পারব না। তবে ১৮ নভেম্বর প্রসঙ্গে সলমন জানান, ওই তারিখে তাঁর বাবা সেলিম খানও তাঁর মাকে বিয়ে করেছিলেন। তাঁর বোন অর্পিতারও ওই একইদিনে বিয়ে হয়েছিল। সাংবাদিকদের প্রশ্ন, তাহলে কি ওই তারিখেই তিনি বাধা পড়বেন সাত পাকের বন্ধনে? সলমনের সহাস্য উত্তর, শেষপর্যন্ত যদি তারিখটা ক্যালেন্ডার থেকে কেউ উড়িয়ে না দেন, তাহলে সেদিনই হয়তো বিয়ে করবেন সলমন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















