Jaat: ধর্মীয় ভাবাবেগে আঘাত, সানি দেওল, রণদীপ হুডার নামে দায়ের এফআইআর
Sunny Deol-Randeep Hooda: সিনেমায় দেখানো হয়েছে, গীর্জায় সবাই যখন প্রার্থনা করছে, তখন যীশুর ক্রুশবিদ্ধ মূর্তির পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন রণদীপ হুডা। সেই সময়ে তাঁর চরিত্রকে কিছু অশান্ত দেখানো হয়েছে।

কলকাতা: বিপাকে বলিউড অভিনেতা সানি দেওল (Sunny Deol), রণদীপ হুডা (Randeep Hooda) এবং বিনীত কুমার সিংহ। তাঁদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ দায়ের করা হয়েছে। সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'জাঠ' ছবিটি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে বলে অভিযোগ। জলন্ধর পুলিশ বুধবার ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ২৯৯ (ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এমন কাজ) অনুসারে অভিনেতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ চলচ্চিত্রের পরিচালক গোপীচন্দ মালিনেনী এবং প্রযোজকদের বিরুদ্ধেও মামলা রুজু করেছে। অভিযোগকারীর দাবি, ১০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের একটি দৃশ্য "সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত করেছে"। অভিযোগে দাবি করা হয়েছে যে যীশু খ্রিস্টের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে।
মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করেছে এই সিনেমা, দাবি অভিযোগে
সিনেমায় দেখানো হয়েছে, গীর্জায় সবাই যখন প্রার্থনা করছে, তখন যীশুর ক্রুশবিদ্ধ মূর্তির পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন রণদীপ হুডা। সেই সময়ে তাঁর চরিত্রকে কিছু অশান্ত দেখানো হয়েছে। অভিযোগ, এই দৃশ্য ভাবাবেগে আঘাত হেনেছে। গীর্জার শান্তির মধ্যে ওই অশান্ত পরিবেশ দেখানো উচিত হয়নি। অভিযোগকারী আরও অভিযোগ করেছেন যে পরিচালক, লেখক এবং প্রযোজক ইচ্ছা করেই পবিত্র গুড ফ্রাইডে এবং ইস্টারের সময় এই চলচ্চিত্রটি মুক্তি দিয়েছেন। তাঁর দাবি "যাতে খ্রিস্টানরা রেগে যায় এবং সমগ্র দেশে দাঙ্গা হয় এবং অশান্তি ছড়িয়ে পড়ে, সেই জন্যই এই কাজ করা হয়েছে।", চলচ্চিত্রটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে সদ্য আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল সানি দেওলের নামে। 'সানডন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড' সংস্থার প্রযোজক সৌরভ গুপ্ত সম্প্রতি অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে প্রতারণা, তোলাবাজি ও জালিয়াতির অভিযোগ এনেছিলেন। প্রাক্তন রিয়েল এস্টেট ডেভেলপার সৌরভ গুপ্তের দাবি, ২০১৬ সালে একটি সিনেমার জন্য অগ্রিম টাকা নিয়েছিলেন অভিনেতা, বারবার কথা দেন যে কাজ শুরু করবেন, এবং লাগাতার টাকা নিতেই থাকেন। তবে প্রযোজকের অভিযোগ, সম্প্রতি 'গদর ২' ছবির সাফল্যের পর আর নিজের কথা রাখেননি অভিনেতা। পিছিয়ে এসেছেন তাঁর বক্তব্য থেকে। সম্প্রতি HT সিটিকে সৌরভ গুপ্ত জানিয়েছিলেন যে ২০১৬ সালে তিনি সানি দেওলের সঙ্গে একটি চুক্তি করেন যে এক সিনেমায় ৪ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে অভিনয় করবেন। তাঁর দাবি, ১ কোটি টাকা অগ্রিম দেওয়া সত্ত্বেও সেই কাজ শুরু না করে সানি দেওল মন দেন ২০১৭ সালের 'পোস্টার বয়েজ' ছবিতে। প্রযোজকের আরও অভিযোগ যে বারবার সানি দেওল নাকি আরও টাকা চাইতে থাকেন এবং যার ফলস্বরূপ মোট ২.৫৫ কোটি টাকা অভিনেতার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এছাড়াও অভিনেতার বিরুদ্ধে অপর এক পরিচালককে নেওয়া, ফিল্মিস্টান স্টুডিও বুকিং করা এবং একজন এক্সিকিউটিভ প্রোডিউসার নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগও তোলেন প্রযোজক।























