এক্সপ্লোর
Advertisement
মেয়েকে পোলিও টিকা দিতে দেননি, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বিরুদ্ধে এফআইআর
কলকাতা: শিশুকন্যাকে পোলিও টিকা দিতে না দেওয়ায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পাক পুলিশ। লাহোরের ফয়জল টাউন পুলিশ স্টেশনে এই এফআইআর করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ফাওয়াদ ছাড়া রয়েছেন আরও ৫ জন।
অ্যায় দিল হ্যায় মুশকিল সহ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করা ফাওয়াদের বাড়ি ফয়জল শহরে। সরকারি পোলিও কর্মীরা তাঁর বাড়িতে তাঁর শিশুকন্যাকে পোলিও খাওয়াতে গেলে তাঁদের তাড়িয়ে দেন তাঁর স্ত্রী সদাফ খান। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। এমনকী বাড়ির গাড়ি চালকও পোলিও কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে পুলিশে অভিযোগ করেছেন তাঁরা।
তবে ফাওয়াদ সে সময় বাড়িতে ছিলেন না, তিনি এখন দুবাইতে। তাঁর কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
পাকিস্তানের পোলিও টাস্কফোর্স জানিয়েছে, ফাওয়াদের ধারণা, তাঁর মেয়েকে ইংল্যান্ডে পোলিও দেওয়া হয়েছে, যা তাকে ডাব্লিউপিভি১ ভাইরাস থেকে সুরক্ষা দেবে। কিন্তু ওয়াইল্ড পোলিওভাইরাসের থেকে সুরক্ষা শুধু ওরায় পোলিও ভ্যাকসিনের মাধ্যমেই পাওয়া যায়। লাহোরে গত সপ্তাহেও একজনের পোলিও ধরা পড়েছে, ফাওয়াদ দেশের গর্ব। তাঁর উচিত, তাঁর মেয়েকে পোলিও দিতে দেওয়া। টুইট করেছেন তিনি।
As per DC Lahore, teams wanted to immunise Fawad's daughter since yesterday. 1st his driver misbehaved with teams followed by his family. Mr. Fawad is our pride, I request him to allow teams to vaccinate the child. Lahore has had a polio case last week, we must protect the child. https://t.co/0L30OfLbMd
— Babar Atta (@babarbinatta) February 20, 2019
আফগানিস্তান ও নাইজিরিয়ার পাশাপাশি পাকিস্তান বিশ্বের তৃতীয় দেশ যাতে পোলিও ভয়াবহ আকার নিয়েছে। এই অসুখে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যায়, মৃত্যুও হতে পারে। এই মুহূর্তে পাকিস্তানের ৮টি শহরে পোলিও আক্রান্তের সন্ধান মিলেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement