Smriti Irani: মিসক্যারেজ হওয়ার পরদিনই জোর করে পৌঁছতে হয়েছিল 'কিঁউ কি...'র সেটে, স্মৃতি হাতড়ালেন পর্দার তুলসী
Smriti Irani Update: সম্প্রতি স্মৃতি ইরানি 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা ভাগ করেন। তিনি বলেন, সেই ধারাবাহিকের ক্ষেত্রে শিডিউল বদলানো সহজ ছিল কারণ সেখানে আরও ৫০টা চরিত্র ছিল।
নয়াদিল্লি: মুখ খুললেন রাজনীতিক (Politician) ও প্রাক্তন অভিনেত্রী (former actress) স্মৃতি ইরানি (Smriti Irani)। টেলিভিশন দুনিয়ায় থাকাকালীন একটি পর্বের শ্যুটিংয়ের নেপথ্য কাহিনি শোনালেন তিনি। যা শুনলে হয়তো পাঠকদেরও গায়ে কাঁটা দেবে। স্মৃতি ইরানি, 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' ('Kyunki Saas Bhi Kabhi Bahu Thi') ধারাবাহিকের দৌলতে যাঁর নাম এক সময় ঘরে ঘরে পরিচিত ছিল। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানান যে আকস্মিক গর্ভপাতের (miscarriage) পরদিনই তাঁকে শ্যুটিং ফ্লোরে ফিরতে হয়। সেই সময় তিনি 'রামায়ণ'-এরও (Ramayan) শ্যুটিং করছিলেন, কিন্তু অভিনেতা রবি চোপড়া (Ravi Chopra) তাঁকে কাজে না এসে বিশ্রাম নিতে বলেন।
শ্যুটিংয়ের নেপথ্য কাহিনি শোনালেন স্মৃতি ইরানি
এক সাক্ষাৎকারে সম্প্রতি স্মৃতি ইরানি তাঁর 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা ভাগ করেন। তিনি বলেন, সেই ধারাবাহিকের ক্ষেত্রে শিডিউল বদলানোটা সহজ ছিল অনেক কারণ সেখানে আরও ৫০টা চরিত্র ছিল। কিন্ত 'রামায়ণ'-এর সীতাকে তো প্রতিস্থাপন করা সহজ কথা নয়। কিন্তু আদতে ধারাবাহিকের নির্মাতারাই বরং তাঁকে একদিনও ছুটি দিতে রাজি হননি, অন্যদিকে রবি চোপড়াই বরং তাঁর কথা ভেবেছিলেন।
স্মৃতি ইরানি সাক্ষাৎকারে বলেন যে তিনি যে অন্তঃসত্ত্বা সেই বিষয়ে অবগত ছিলেন না তখন। 'আমি সেটে ('কিঁউ কি সাস ভি কভি বহু থি') ছিলাম এবং ওঁদের বলি যে শ্যুট করার মতো শরীরে অবস্থা নেই এবং বাড়ি যেতে দিতে বলি আমাকে। কিন্তু তখনও আমি কাজ করে যাচ্ছি এবং যতক্ষণে ওঁরা আমাকে ছাড়ল ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। ডাক্তার আমাকে সোনোগ্রাফি করা বলেন। ফেরার সময় রক্ত পড়তে শুরু করে এবং আমার মনে আছে তখন বৃষ্টি পড়ছিল। একটা অটো থামিয়ে আমি হাসপাতালে নিয়ে যেতে বলি। হাসপাতালে যখন পৌঁছই একজন নার্স ছুটে আসেন অটোগ্রাফ নেওয়ার জন্য, তখনও রক্তক্ষরণ হচ্ছে। আমি তাঁকে অটোগ্রাফ দিই এবং বলি, 'ভর্তি করে নেবেন, মনে হচ্ছে মিসক্যারেজ হচ্ছে আমার'।'
সেই সময় স্মৃতি ইরানি ডবল শিফটে কাজ করছিলেন। প্রথম ভাগে রবি চোপড়ার 'রামায়ণ' ও দ্বিতীয় ভাগে 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'র শ্যুটিং করতেন। সেই সময়ের কথা মনে করে স্মৃতি জানান যে সেদিন 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'র প্রোডাকশন টিম থেকে তিনি একটা ফোন পান। পরের দিন তাঁকে কাজে ডাকা হয়। তিনি যখন জানান যে তিনি অসুস্থ এবং তাঁর মিসক্যারেজ হয়েছে, তাঁকে বলা হয় 'কোনও ব্যাপার না, দুপুর ২টোর শিফটে চলে আসুন।'
কিন্তু একই দিকে যখন তাঁর অবস্থার কথা স্মৃতি রবি চোপড়াকে জানান, তাঁকে সম্পূর্ণ বিশ্রাম করার একপ্রকার নির্দেশই দেওয়া হয়। 'আমি ওঁকে বলি যে সকাল ৭টার বদলে যদি সকাল ৮টায় যাই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একবার বাড়ি যেতে হবে আমাকে। উনি বলেন, 'তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি জানো সন্তান হারালে কীরকম লাগে? তোমার সঙ্গে এইমাত্র সেটাই হয়েছে। আগামীকাল আসতে হবে না।' আমিই জোর করে বলি, 'রবি জি রবিবারের এপিসোড আছে, সীতার তো প্রতিস্থাপন হবে না।' উনি শুধু বলেন, 'আমি দেখে নেব'।'
স্মৃতি ইরানি এও জানান যে যখন রবি চোপড়াকে তিনি দুপুরের শিফটে 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'র সেটে যাওয়ার কথা বলেন, তখন উত্তর পান, 'ওঁদের কথা জানি না। কিন্তু আমার সেটে আসতে হবে না। যদি ওঁদের ওখানে দুপুর ২টোয় যেতে হয় তাহলে আমার শিফটে ঘুমিয়ে নিও।'
নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বে থাকা স্মৃতি ইরানি বলতে থাকেন পরের দিন তিনি 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'র সেটে পৌঁছন। অভিনেত্রীর দাবি ততক্ষণে তাঁর সহ-অভিনেতা প্রযোজকের কানে তুলেছে যে তাঁর গর্ভপাতের খবরটা সত্যি নয়। স্মৃতি বলেন, 'ওই ভদ্রলোক উপলব্ধিই করেননি যে আমি সেটে ফিরেছি কারণ বাড়ির ইএমআই দেওয়ার জন্য টাকার দরকার ছিল। এর পরেরদিন আমি আমার সমস্ত মেডিক্যাল কাগজপত্র নিয়ে একতার কাছে যাই বলতে যে আমি নাটক করছিলাম না। ও অপ্রস্তুত হয়ে পড়ে এবং আমাকে কাগজ দেখাতে বারণ করে। আমি ওঁকে বলি, 'ফিটাসটা বাঁচেনি নয়তো ওটাও দেখিয়ে দিতাম'।'
আরও পড়ুন: 'The Crew': এক পর্দায় করিনা-তব্বু-কৃতী, শুরু হল 'দ্য ক্রু' ছবির শ্যুটিং
প্রসঙ্গত, স্মৃতি ইরানি জনপ্রিয় ধারাবাহিক 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'র মূল চরিত্র তুলসীর ভূমিকায় দীর্ঘ সাত বছর অভিনয় করেন এবং ২০০৭ সালে শো ছাড়েন তিনি।