'The Crew': এক পর্দায় করিনা-তব্বু-কৃতী, শুরু হল 'দ্য ক্রু' ছবির শ্যুটিং
Bollywood Update: ধুঁকতে থাকা এয়ারলাইন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে তৈরি কমেডি ড্রামা ঘরানার ছবি এটি। তিন মহিলা, যাঁরা কাজের মাধ্যমে নিজেদের জীবন চালানোর আপ্রাণ চেষ্টা করে।
নয়াদিল্লি: শুরু হল 'দ্য ক্রু' (The Crew) ছবির শ্যুটিং। অভিনয়ে বলিউডের তিন সুন্দরী, কৃতী শ্যানন (Kriti Sanon), করিনা কপূর (Kareena Kapoor Khan) ও তব্বু (Tabu)। অভিনয়ে দেখা যাবে দিলজিৎ দোসনজকেও (Diljit Disanjh)। শ্যুট শুরুর কথা নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন কৃতী।
শুরু হল 'দ্য ক্রু' ছবির শ্যুটিং
তিন তারকার সমন্বয়ে আসছে নতুন সিনেমা। করিনা কপূর ও তব্বুর সঙ্গে কৃতী শ্যানন। স্টারকাস্ট ঘোষণা হতেই উত্তেজনা ছড়ায় অনুরাগী মহলে। শনিবার শুরু হল ছবির শ্যুটিং। উচ্ছ্বাস প্রকাশ করে পর্দার 'মিমি' লেখেন, 'নতুন শুরু! এই ছবির জন্য অত্যন্ত উত্তেজিত! নতুন গল্পের, নতুন চরিত্রের অনুভূতি... এই সফরটা স্মরণীয় হতে চলেছে! পেটে যেন প্রজাপতি নাচছে। শুভেচ্ছা জানাও আমাকে। আমার গার্ল গ্যাংকে মিস করছি যদিও।' কৃতীর 'গার্ল গ্যাং'-এর দুই সদস্য করিনা ও তব্বু।
View this post on Instagram
পর্দায় এই প্রথম তিন তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। একতা কপূর ও রিয়া কপূরের প্রযোজনায় আসছে এই ছবি। ড্রামা ও কমেডির মিশেলে তৈরি হবে এই ছবি।
ধুঁকতে থাকা এয়ারলাইন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে তৈরি কমেডি ড্রামা ঘরানার ছবি এটি। তিন মহিলা, যাঁরা কাজের মাধ্যমে নিজেদের জীবন চালানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তাঁদের জীবনের গতি অন্যদিকেই মোড় নেয়, যার ফলে তাঁরা ধীরে ধীরে মিথ্যার জালে জড়িয়ে পড়েন।
ছবি সম্পর্কে একতা কপূর বলেন, 'একজন চিত্র পরিচালক হিসেবে আমি মনে করি সিনেমার ম্যাজিক প্রত্যেক সদস্যের মিলিত চেষ্টার ওপর নির্ভর করে। 'দ্য ক্রু'র হাত ধরে আমি আমার টিমের সঙ্গে নতুন এক গল্প তৈরির সফর শুরু করতে চলেছি যা শুধু মনোরঞ্জন করবে তাই নয়, অনুপ্রাণিতও করবে। দুর্দান্ত কাস্ট এবং ক্রু-সহ, আমি নিশ্চিত যে এই ফিল্মটি সহযোগিতা এবং সৃজনশীলতার শক্তির প্রমাণ হবে। একসঙ্গে জাদুর সৃষ্টি করা যাক!'
আরও পড়ুন: Nilu Kohli Husband Death: বাথরুমে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু অভিনেত্রী নীলু কোহলির স্বামীর
প্রসঙ্গত, কৃতী শ্যাননকে এছাড়াও টাইগার শ্রফের সঙ্গে 'গণপথ' ছবিতে দেখা যাবে। এছাড়া প্রভাসের সঙ্গে তাঁর 'আদিপুরুষ'-এরও কাজ চলছে। করিনা কপূরকে দেখা যাবে 'ডিভোশন অফ সাসপেক্ট এক্স' ছবিতে। তব্বুকে সম্প্রতি অজয় দেবগণের সঙ্গে তাঁর ছবি 'ভোলা'য় দেখা গেছে।