Freddy: 'ফ্রেডি' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কার্তিক আরিয়ান?
Kartik Aaryan: সামনে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'ফ্রেডি'। এই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কার্তিক?
মুম্বই: কেরিয়ারের মধ্য গগনে রয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। যাতেই হাত দিচ্ছেন তাই সোনা হচ্ছে যেন। কিছুদিন আগেই মুক্তি পায় তাঁর ছবি 'ভুলভুলাইয়া ২'। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। বর্তমানে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবি। সামনে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'ফ্রেডি' (Freddy)। এই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কার্তিক?
'ফ্রেডি' ছবিতে কার্তিক আরিয়ানের পারিশ্রমিক-
ইতিমধ্যেই সামনে এসেছে 'ফ্রেডি' ছবির ট্রেলার। কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) দেখা যাবে একজন দন্ত চিকিতসকের ভূমিকায়। যে একা। যে লাজুক প্রকৃতির। কিন্তু তা শুধুই দিনেরবেলায়। রাতেই সে হয়ে ওঠে হাড়হিম করা খুনি। ট্রেলার প্রকাশ্যে আসতেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কার্তিককে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই ছবির জন্য অভিনেতা পারিশ্রমিক নিচ্ছেন ৭ কোটি টাকা। যদিও অফিশিয়ালি নির্মাতাদের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়নি।
KARTIK AARYAN: ‘FREDDY’ ARRIVES AT MIDNIGHT… Love the way #Freddy is being promoted… NO conventional trailers… Instead, Team #Freedy is constantly coming up with interesting mini clips that leave a stronger impact, without divulging much. pic.twitter.com/SY1KB7Vt6Q
— taran adarsh (@taran_adarsh) December 1, 2022">
আরও পড়ুন - Top Entertainment News Today: বিনোদনের জগতের সেরা খবরগুলি একঝলকে
প্রসঙ্গত, সারা আলি খান থেকে হৃত্বিক রোশনের তুতো বোন পশমিনা। বি টাউনের অনেকের সঙ্গেই নাম জড়ায় কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)। আগে শোনা গিয়েছিল সারা আলি খানের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। বর্তমানে শোনা যাচ্ছে, পশমিনার সঙ্গে ডেটিং করছেন অভিনেতা। শুধু তাই নয়, কেরিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আনতে চলেছেন অভিনেতা। বিভিন্ন সূত্রে খবর এমনটাই। কিন্তু কার্তিক কী বলছেন? এক সাক্ষাতকারে কার্তিক আরিয়ান বলেন, 'আমি আমার নিজের শর্তে জীবনে বাঁচি। কোথাও কোথাও সত্যিকারের বন্ধুত্বও থাকে। সব সম্পর্ককে প্রেমের সম্পর্ক দাগিয়ে দেওয়া ঠিক নয়। এগুলো আমাদের মতো তারকাদের জীবনেও অনেক প্রভাব ফেলে। আমি মোটা চামড়ার মানুষ নই। তাই আমার উপরে আমার পরিবারের উপরেও এর প্রভাব পড়ে।'