Friday Releases: 'পোচার' থেকে ‘অল ইন্ডিয়া র্যাঙ্ক’, ওটিটি ও প্রেক্ষাগৃহ মিলিয়ে একগুচ্ছ সিনেমা-সিরিজ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার
Next Friday Release: ৩ ফেব্রুয়ারি একাধিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অনেকগুলি সিরিজ ও সিনেমা যার জন্য অপেক্ষায় দর্শক। এছাড়া প্রেক্ষাগৃহেও মুক্তির অপেক্ষায় একাধিক সিনেমা।
নয়াদিল্লি: নেটফ্লিক্সের (Netflix) নতুন তথ্যচিত্র ‘দ্য ইন্দ্রানি মুখার্জি স্টোরি’ (The Indrani Mukerjea Story) থেকে অ্যামাজন প্রাইমের (Amazon Prime) ‘পোচার’ (Poacher), এই শুক্রবার, অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি একাধিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অনেকগুলি সিরিজ ও সিনেমা যার জন্য অপেক্ষায় দর্শক। ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে প্রাইম ভিডিও, জিও সিনেমা, নেটফ্লিক্স ইত্যাদি। এছাড়া বিনোদনের তালিকায় রয়েছে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা একাধিক সিনেমাও, তার মধ্যে ‘আর্টিকল ৩৭০’, ‘ক্র্যাক’, ‘অল ইন্ডিয়া র্যাঙ্ক’।
কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে কোন সিরিজ-সিনেমা?
‘দ্য ইন্দ্রানি মুখার্জি স্টোরি’ – এই তথ্যচিত্রটি মুক্তি পাচ্ছে শুক্রবার, নেটফ্লিক্সে। তথ্যচিত্রটি মূলত তৈরি হয়েছে ইন্দ্রানি মুখোপাধ্যায়কে কেন্দ্র করে, যার বিরুদ্ধে ২৫ বছর বয়সী শিনা বরাকে হত্যা করার অভিযোগ রয়েছে।
‘থ্রু মাই উইন্ডো – লুকিং অ্যাট ইউ’ – ক্লারা গ্যাল ও জুলিও পেনা ফের জুটি বাঁধতে চলেছেন নেটফ্লিক্সের ‘থ্রু মাই উইন্ডো – লুকিং অ্যাট উই’ ট্রিলজির শেষ পর্বের জন্য। শেষ পর্বে তাঁদের পথ আলাদা হলেও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সমস্যার মুখে পড়েন দু’জনেই। এই পর্বে কি শেষ পর্যন্ত মিলন হবে তাঁদের?
‘সামার হাউজ সিজন ৮’ – জিও সিনেমায় দেখা যাবে। রিয়েলিটি ড্রামা সিরিজের নয়া সিজন নিয়ে ফিরছেন নির্মাতারা। এটি পূর্ব উপকূলের অভিজাতদের জীবনকে গভীরভাবে বর্ণনা করে যাঁরা তাঁদের মোটা মাইনের চাকরি থেকে খানিক সময় বের করে পূর্ব উপকূলের সমুদ্র সৈকত এলাকাগুলি উপভোগ করেন।
‘অ্যাপার্টমেন্ট ৪০৪’ - রহস্য, রোমাঞ্চ এবং নাটকে ভরপুর, ‘অ্যাপার্টমেন্ট ৪০৪’ ৬ জন বাসিন্দার গল্প বলে যারা বিভিন্ন সময় একাধিক অঞ্চলের রহস্যের একটি সিরিজ সমাধান করার চেষ্টা করে। দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়।
‘ফর্মুলা ওয়ানঃ ড্রাইভ টু সারভাইভ সিজন ৬’ – নেটফ্লিক্সের আরও একটি সিরিজ। এই সিরিজ ফর্মুলা ওয়ান প্রেমীদের অন্যতম পছন্দের। এই মাল্টিবিলিয়ন ডলার রেসিং ব্যবসার সঙ্গে জড়িত মানুষদের কাহিনি শোনাবে এই সিজন।
‘অল ইন্ডিয়া র্যাঙ্ক’ – প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। স্ট্যান্ড আপ কমেডিয়ান বরুণ গ্রোভারের পরিচালনায় তৈরি প্রথম ছবি মূলত ১৭ বছর বয়সী ছাত্রকে ঘিরে তৈরি যে আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সে?
‘পোচার’ – অ্যামাজন প্রাইমের বহু প্রতীক্ষিত ছবি ‘পোচার’। এই ড্রামা ঘরানার ছবি একদল নিবেদিত বন কর্মকর্তা, এনজিও কর্মী, পুলিশ কর্মী এবং কয়েকজন মানুষ যারা দেশে হাতির দাঁত চোরাচালানকারীদের খুঁজে বের করার জন্য একটি মিশন শুরু করে, তাঁদের নিয়ে তৈরি।
‘ক্র্যাক’ – প্রেক্ষাগৃহে আসছে অ্যাকশন থ্রিলার ড্রামা ঘরানার ‘ক্র্যাক’। মুখ্য চরিত্রে অভিনয় করবেন বিদ্যুৎ জামওয়াল। তাঁর সঙ্গে দেখা যাবে নোরা ফতেহি, অর্জুন রামপাল, অ্যামি জ্যাকসন প্রমুখকে। পরিচালনায় আদিত্য দত্ত। মুম্বইয়ের বস্তির এক ব্যক্তিকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি, যে তার ভাইয়ের নিখোঁজ হওয়ার সত্যতা জানার জন্য একটি ‘আন্ডারওয়ার্ল্ড সারভাইভাল স্পোর্টস টুর্নামেন্ট’-এ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়।
‘আর্টিকল ৩৭০’ – প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। আদিত্য সুহাস জাম্বলে পরিচালিত, এই ছবি একজন তরুণ ফিল্ড এজেন্টের গল্প বলে যে কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি গোপন মিশন শুরু করে। অভিনয়ে ইয়ামি গৌতম, প্রিয়ামণি, অরুণ গোভিল, বৈভব তাতওয়াদি এবং স্কন্দ ঠাকুর-সহ একাধিক শিল্পী রয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।