Ganapath Teaser: একপর্দায় অমিতাভ-টাইগার-কৃতী, প্রকাশ্যে অ্যাকশনে ভরপুর 'গণপথ' টিজার
Ganapath Teaser Out: ২০৭০ খ্রিষ্টাব্দের প্রেক্ষাপটে তৈরি এই ছবি অ্যাকশনে ভরপুর হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে রয়েছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন।
নয়াদিল্লি: একপর্দায় টাইগার শ্রফ (Tiger Shroff), কৃতী শ্যানন (Kriti Sanon) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। প্রকাশ্যে এল 'গণপথ' ছবির গায়ে কাঁটা ধরানো টিজার (Ganapath Teaser Out)। এই ছবির হাত ধরে ভারতীয় সিনে দুনিয়ায় কি এক নতুন যুগের সূচনা হতে চলেছে? নির্মাতাদের ইঙ্গিত অন্তত তেমনই। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন, তৈরি হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে।
প্রকাশ্যে 'গণপথ' ছবির টিজার
২০৭০ খ্রিষ্টাব্দের প্রেক্ষাপটে তৈরি এই ছবি অ্যাকশনে ভরপুর হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে রয়েছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। টাইগার ও কৃতী, দুজনকেই দেখা গেল অ্যাকশনে অবতারে। তাঁদের বিপক্ষে দেখা গেল আন্তর্জাতিক স্তরের শত্রুদের। তবে যা নজর কাড়ল তা দুর্ধর্ষ মানের ভিএফএক্সের ব্যবহার, যা এখনও পর্যন্ত তেমনভাবে কোনও ভারতীয় ছবিতে দেখা যায়নি। দর্শকের সামনে ওয়ার্ল্ড-ক্লাস সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে আসার জন্য কোনও কসরত বাকি রাখেননি জ্যাকি ভগনানি। ফলস্বরূপ এমন এক টিজার, যা দর্শককে মুগ্ধ করেছে তাইই নয়, সেই সঙ্গে তাঁদের অপেক্ষা আরও বাড়িয়ে তুলেছে।
View this post on Instagram
এই টিজার শেয়ার করে অভিনেতা টাইগার শ্রফ লেখেন, 'অপেক্ষার সময় শেষ হল... এসে গেছি আমরা আপনাদের নিজেদের দুনিয়ায় নিয়ে যেতে... গণপথ আসছে এই দশেরায়, ২০ অক্টোবর।'
'হিরোপন্তি' জুটির অনস্ক্রিন রসায়ন ফের ফিরবে এই ছবির হাত ধরে। টাইগার ও কৃতীর জুটি এমনিতে বেশ পছন্দই করেন দর্শক। প্রযোজনার দায়িত্ব নিয়েছেন জ্যাকি ভগনানি। তিনি বলেন, 'আমাদের অন্যতম উচ্চাকাঙ্ক্ষা-যুক্ত প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। 'গণপথ: এ হিরো ইজ বর্ন'। এই সিনেমাটি অপরিমেয় আবেগ এবং একটি অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি করা হয়েছে। এটি দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে আসবে।'
বিকাশ বহেল পরিচালিত, বাসু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ ও বিকাশ বহেল প্রযোজিত ছবি 'গণপথ' মুক্তি পাবে ২০ অক্টোবর ২০২৩, বিশ্বজুড়ে, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন